India vs New Zealand: ক্যাচ ফেলে স্ত্রীর জন্মদিনের উপহার দিল বোল্ট: সূর্যকুমার
ট্রেন্ট বোল্ট (Trent Boult) তাঁর ক্যাচ ফস্কানোর জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানানোর পাশাপাশি হাসতে হাসতে তিনি জানান, এটা বোল্টের তরফ থেকে তাঁর স্ত্রীর জন্য জন্মদিনের বিশেষ উপহার।
জয়পুর: কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি-২০ (T20) ম্যাচে ৫ উইকেটে জিতেছে ভারত। ৪০ বলে ৬২ রান করে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে গেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এবং ম্যাচের শেষে নিজের ইনিংস ও ম্যাচের সেরার পুরস্কার স্ত্রী দেবিষা শেঠীকে (Devisha Shetty) উৎসর্গ করেছেন স্কাই। পাশাপাশি গতকালই ছিল তাঁর স্ত্রীর জন্মদিন। এবং ট্রেন্ট বোল্ট (Trent Boult) তাঁর ক্যাচ ফস্কানোর জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানানোর পাশাপাশি হাসতে হাসতে তিনি জানান, এটা বোল্টের তরফ থেকে তাঁর স্ত্রীর জন্য জন্মদিনের বিশেষ উপহার।
ম্যাচের পর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ছোট্ট সাক্ষাৎকারে মুখোমুখি হন সূর্যকুমার যাদব। সেই ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। তাতে সূর্যকে বলতে শোনা যায়, তিনি মনে করেন স্কাই ইজ নট দ্য লিমিট। তাঁর মতে এটা বেঞ্চমার্ক, অর্থাৎ মাপকাঠি। গতকাল তাঁর স্ত্রীর জন্মদিন থাকায় ম্যাচের সেরার পুরস্কার পেয়ে সেটি স্ত্রীকেই উৎসর্গ করেছেন তিনি। ৫৭ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন ট্রেন্ট বোল্ট। যদিও পরে বোল্টের বলেই আউট হন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ তাঁর ক্যাচটি ফেলে তাঁর স্ত্রীকে জন্মদিনে উপহার দিয়েছেন বলে মজার ছলে বলতে থাকেন সূর্য। বোল্টের বলেই বোল্ড হন সূর্য। অশ্বিন প্রশ্ন করেন, বোল্টের বিরুদ্ধে এত বার খেলার পরও ম্যাচ শেষ করে আসতে না পারার জন্য কোনও আক্ষেপ রয়েছে? সূর্য নিজেরও আক্ষেপের কথা বলতে গিয়ে জানান, বোল্টের বিরুদ্ধে নেটে অনেক বার খেলার পরও এটা তাঁর সঙ্গে বার বার হয়। তাই এ ব্যাপারে তিনি হতাশ নন। তবে ম্যাচ শেষ করে আসতে পারলে তাঁর সত্যিই ভালো লাগত। তবে এই ঘটনা থেকে পাওয়া শিক্ষা নিয়েই সামনের ম্যাচগুলোতে তিনি নামবেন এ কথাও বলেন স্কাই।
SKY isn't the limit ?Battle with Boult ?Birthday gift for wife ?@surya_14kumar talks about it all in this interview with @ashwinravi99 after #TeamIndia's win in Jaipur. ? ? – By @28anand
Full interview ? ? #INDvNZ @Paytm https://t.co/pPp17Ef51Q pic.twitter.com/hNQyLzfDTP
— BCCI (@BCCI) November 18, 2021
এ ছাড়াও ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য বলেন, “আমি আলাদা কিছুই করছি না, গত ৩-৪ বছর ধরে আমি যা করছি নিজের থেকেই করছি। এই ম্যাচে আলাদা কোনও কিছু করার আমি চেষ্টা করিনি। যে ভাবে নেটে ব্যাট করি সেটাই ম্যাচে করার চেষ্টা করছিলাম। নেটে আমি প্রচুর চাপ নিয়েছি। অনুশীলনে আউট হয়ে গেলে সাজঘরে ফিরে সেই বিষয়টা নিয়ে ভাবতাম। আরও ভালো কী করে খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে থাকতাম। আজ বল বেশ ভালো ভাবেই ব্যাটে আসছিল। যদিও পরের দিকে একটু মন্থর হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিততে পেরে খুশি।”
আরও পড়ুন: India vs New Zealand: ডাগআউটে সিরাজকে চাটি মারলেন রোহিত, দেখুন ভাইরাল ভিডিও