Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR Practice: কলকাতায় নাইট ক্যাপ্টেন-কোচ, প্র্যাক্টিস সূচিও জানিয়ে দিল কেকেআর

IPL 2025, Eden Gardens: কলকাতায় পৌঁছতে শুরু করেছেন কেকেআর প্লেয়াররা। পৌঁছে গিয়েছেন বিদেশি কিপার ব্যাটার কুইন্টন ডি'কক, প্রোটিয়া পেসার অনিরখ নর্টজেও। অভিজ্ঞ মণীশ পান্ডে, রমনদীপ সিংয়ের মতো তরুণ ক্রিকেটারও পৌঁছে গিয়েছেন। তবে আসল অবশ্যই কোচ-ক্যাপ্টেন।

KKR Practice: কলকাতায় নাইট ক্যাপ্টেন-কোচ, প্র্যাক্টিস সূচিও জানিয়ে দিল কেকেআর
Image Credit source: KKR
Follow Us:
| Updated on: Mar 11, 2025 | 10:18 PM

কলকাতায় আইপিএলের আবহ তৈরি। সূচি ঘোষণার পর থেকেই উৎসাহ তুঙ্গে ছিল। যদিও সমর্থকদের অস্বস্তি বাড়িয়েছে টিকিটের দাম। মাঠে গিয়ে খেলা দেখার ক্ষেত্রে বাধা থাকলেও টিমের পাশে যে সমর্থকরা থাকবেন, প্রত্যাশা করাই যায়। কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দীর্ঘ এক দশক পর গত বার ট্রফি জিতেছিল কেকেআর। জার্সি, ক্যাপে থ্রি স্টার। নতুন মরসুমের আগে মুম্বইতে একটি শিবিরও করেছে। কাল অর্থাৎ বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় পৌঁছতে শুরু করেছেন কেকেআর প্লেয়াররা। পৌঁছে গিয়েছেন বিদেশি কিপার ব্যাটার কুইন্টন ডি’কক, প্রোটিয়া পেসার অনিরখ নর্টজেও। অভিজ্ঞ মণীশ পান্ডে, রমনদীপ সিংয়ের মতো তরুণ ক্রিকেটারও পৌঁছে গিয়েছেন। তবে আসল অবশ্যই কোচ-ক্যাপ্টেন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত, ক্যাপ্টেন অজিঙ্ক রাহানেও পৌঁছে গিয়েছেন কলকাতায়। আরও একঝাঁক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ হাজির।

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি প্র্যাক্টিস সূচি রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের দুই সদস্য বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার অবশ্য একটু বিশ্রাম প্রয়োজন। তারা আজ আসেননি। দ্রুতই কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তাঁরাও। আইপিএল শুরু ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আপাতত সেই দিনের অপেক্ষা।