IPL 2022: ওয়ার্নার-কুলদীপের দাপটে নাইটদের থামাল দিল্লি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 10, 2022 | 8:51 PM

আইপিএল-২০২২-এ জয়ের হ্যাটট্রিক হল না শ্রেয়সের কেকেআরের। উল্টোদিকে হারের হ্যাটট্রিক রুখল পন্থের দিল্লি।

IPL 2022: ওয়ার্নার-কুলদীপের দাপটে নাইটদের থামাল দিল্লি
IPL 2022: নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠলেন ওয়ার্নার-কুলদীপরা

Follow Us

দিল্লি ক্যাপিটালস ২১৫-৫ (২০ ওভারে)

কলকাতা নাইট রাইডার্স ১৭১ (১৯.৪ ওভারে)

মুম্বই: রবিবার আইপিএলের (IPL 2022) মেগা ম্যাচে বিশেষ নজর ছিল দুই দলের দুই তারকার ওপর। প্রথম জন হলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর দ্বিতীয় জন হলেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। দু’জনই আজ ব্র্যাবোর্নে নেমেছিলেন নিজেদের পুরনো দলের বিরুদ্ধে। ভালো পারফর্ম করলেন দু’জনই। কিন্তু শেষ হাসি ফুটল চায়নাম্যান বোলারের মুখেই। আইপিএলের (IPL) গত মরসুমে কুলদীপ যাদব ছিলেন কেকেআরে (KKR)। কিন্তু সুযোগ পাননি নিজেকে প্রমাণ করার। তবে দিল্লি ক্যাপিটালসে যাওয়ার পর ঋষভ পন্থ আস্থা রেখেছেন চায়নাম্যান বোলারে। প্রতিটা ম্যাচেই সেই আস্থার মানও রেখে চলেছেন কুলদীপ। পৃথ্বী-ওয়ার্নার জুটি ও শার্দূল-অক্ষর জুটি ব্য়াট হাতে জেতার জন্য যে রসদ জোগাড় করে দিয়ে গিয়েছিলেন, কুলদীপ-খালিলরা তার মান রাখার জন্য নিজেদের উজাড় করে দিলেন। আর ফলও মিলল। এবং আজকের ম্যাচে ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ। তার মধ্যে এক ওভারেই নিয়েছেন তিন তিনটি উইকেট (প্যাট কামিন্স, সুনীল নারিন ও উমেশ যাদব), পাশাপাশি তিনি পূর্ণ করে ফেলেছেন আইপিএলের ৫০তম উইকেট নেওয়ার নজির। একই সঙ্গে হারের হ্যাটট্রিক রুখে ঘুরে দাঁড়াল টিম দিল্লি।

টসে জিতে ব্র্যাবোর্নে রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁর পুরনো দল দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। দেখা গিয়েছে ব্র্যাবোর্নের পিচ বোলার-ব্যাটার দুই পক্ষকেই সাহায্য করে। আজ বোলারদের জায়গায় ব্যাটারদের বেশি সাহায্য করেছে এই পিচ। যার ফলে আজকের ম্যাচে এ বারের আইপিএলে দলগত দিক থেকে সব থেকে বেশি রান উঠল। পৃথ্বী শ-ডেভিড ওয়ার্নারের পর, শেষ বেলায় ক্যামিও করে গেলেন শার্দূল ঠাকুর-অক্ষর প্যাটেল জুটি। এবং অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে দিল্লি। নাইটদের সামনে ছিল রানের পাহাড়।

পরপর দুটো ম্যাচে হেরে আজ হারের হ্যাটট্রিক আটকাতে নেমেছিল দিল্লি। অন্যদিকে কেকেআর নেমেছিল জয়ের হ্যাটট্রিক করতে। আজ সফল দিল্লির ওপেনিং জুটি। কোনও উইকেট না হারিয়ে পাওয়ার প্লে-তে ৬৮ রান তোলে দিল্লির ওপেনিং জুটি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন পৃথ্বী। তবে নবম ওভারে গিয়ে নাইটদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ফেরান পৃথ্বীকে। ২৯ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী। ৭টি ৪ ও ২টি ছয় দিয়ে সাজানো ছিল পৃথ্বীর ইনিংস। প্রথম উইকেটে ৯২ রান ওঠে। পৃথ্বী ফিরলে ঋষভ পন্থের সঙ্গে জুটি বাঁধেন ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ওঠে ৫৫ রান। ১৪ বলে ২৭ রান করে যান দিল্লির নেতা পন্থ। রাসেল তুলে নেন পন্থের উইকেট।

এ বারের আইপিএলে ওয়ার্নার প্রথম ম্যাচ খেলেছিলেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। কিন্তু সেদিন অজি তারকার ব্যাট জ্বলে ওঠেনি। তবে আজ কেকেআরের বিরুদ্ধে ৪৫ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে গেলেন ওয়ার্নার। ললিত যাদব (১) ও রোভম্যান পাওয়েল (৮) আজ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তবে শেষ বেলায় শার্দূল-অক্ষর জুটি ২০ বলে ঝোড়ো ইনিংস খেলে যান। এই জুটিতে তুলেছে ৪০ রান। এবং দিল্লিকে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যেতে সাহায্য করেন শার্দূল-অক্ষর জুটি। ১১ বলে ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শার্দূল এবং ১৪ বলে ২২ রানে নট আউট থাকেন অক্ষর। আজ ৭ বোলারে খেলেছিল কেকেআর। কোনও বোলারকেই সমীহ করে খেলেনি দিল্লির ক্রিকেটাররা। প্রত্যেকেও প্রচুর রান হজম করেছেন। তাও বেশ খানিকটা নিয়ন্ত্রন বোলিং দেখা গিয়েছে সুনীল নারিনের কাছ থেকে।

২১৬ রানের পাহাড় ছিল শ্রেয়সদের সামনে। তবে আজ ফের ব্যর্থ নাইটদের ওপেনিং জুটি। তৃতীয় ওভারের মাথায় ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দিয়ে কেকেআরকে প্রথম ধাক্কা দেন খালিল আহমেদ। ১৮ রান করে মাঠ ছাড়েন ভেঙ্কি। অজিঙ্ক রাহানেও (৮) ব্যাট হাতে ব্যর্থ। তবে ক্যাপ্টেন আইয়ার অধিনায়োকচিত ইনিংস খেলে যান। ৩৩ বলে ৫৪ রান এসেছে শ্রেয়সের ব্যাট থেকে। তৃতীয় উইকেটে ওঠে ৬৯ রান। নীতিশ রানার সঙ্গে জুটি বেঁধে শ্রেয়স দলকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু পারেননি। ৩০ রান করে ললিত যাদবকে উইকেট দিয়ে বসেন রানা। আর শ্রেয়সের উইকেট গেছে কুলদীপের ঝুলিতে। ১৬ ওভারের মাথায় মাত্র ৬ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে নাইটদের যাবতীয় আশা প্রায় শেষ করে দিয়েছিলেন কুলদীপ। বাকি কাজটা করে দেন খালিল আহমেদ, শার্দূল ঠাকুররা। আন্দ্রে রাসেল করেন ২৪ রান। স্যাম বিলিংসয়ের ব্যাটে এসেছে ১৫ রান। ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় কেকেআর। ৪৪ রানে ম্যাচ জিতে নিল পন্থের দিল্লি। ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরার পুরষ্কারও গিয়েছে কুলদীপের ঝুলিতে। কেকেআরে ছিলেন ব্রাত্য। দল বদলে এ যেন অন্য রূপ দেখালেন কুলদীপ।

সংক্ষিপ্ত স্কোর: দিল্লি ২১৫-৫ (ডেভিড ওয়ার্নার ৬১, পৃথ্বী শ ৫১, সুনীল নারিন ২-২১, আন্দ্রে রাসেল ১-১৬)। কলকাতা ১৭১ (শ্রেয়স আইয়ার ৫৪, নীতিশ রানা ৩০, কুলদীপ যাদব ৪-৩৫, খালিল আহমেদ ৩-২৫)।

Next Article