ইসলামাবাদ: শেষ বল অবধি খেলবেন বলেছিলেন, কিন্তু ইনিংস শেষের আগেই প্যাভিলিয়নে ফিরতে হল ইমরান খানকে (Imran Khan)। মাত্র ১৮ বছর বয়সে শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের কেরিয়ার। অধিনায়ক হিসেবে দেশেকে এনে দিয়েছেন বিশ্বকাপের ট্রফিটাও। ক্রিকেটের কেরিয়ারে ইতি টানার পর ইমরান পা রেখেছিলেন রাজনীতির ময়দানে। দীর্ঘ লড়াইয়ের পর ২০১৮ সালে দেশের প্রধানমন্ত্রীর গদিতেও বসলেন। কিন্তু পাকিস্তানের ধারা বজায় থাকল, বেশিদিন টিকতে পারলেন না ক্যাপ্টেন। আস্থাভোটে হেরে গদি ছাড়তে হল তাঁকে। আগামীকাল, সোমবারই পাকিস্তানের (Pakistan) নতুন প্রধানমন্ত্রীকে বেছে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দেশের হাল ধরার পাশাপাশি টালমাটাল পাকিস্তান ক্রিকেটের দিকেও নজর রেখেছিলেন ইমরান খান। তাঁর অধীনে খেলা দেশের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজাকে (Ramiz Raja) বসিয়ে দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান পদে।
ইমরানের গদিচ্যুত হওয়া বড় প্রভাব ফেলতে চলেছে পিসিবির অন্দর মহলে। রামিজ রাজা আগেই জানিয়েছিলেন, ইমরানের কথা মতই তিনি পাক বোর্ডের চেয়ারম্যান পদে বসেছিলেন। ইমরান আর নেই। তাই নিজের পদ ছাড়ার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। নিজের ঘনিষ্ঠ মহলেও নাকি সেই কথা জানিয়েছেন রামিজ রাজা। পিসিবি চেয়ারম্যান বর্তমানে আছেন দুবাইতে। আইসিসির বৈঠকে যোগ দিয়েছেন। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর আছে রামিজ রাজার। পাক বোর্ডের চেয়ারম্যান নাকি দায়িত্ব নেওয়ার সময় ইমরানকে বলেছিলেন, “আপনি যতদিন প্রধানমন্ত্রী পদে আছেন, আমিও ততদিনই থাকব।” ইমরান গদি ছেড়ে দিয়েছেন। তাই এ বার নিজের পদ ছাড়ার কথা ভাবতে শুরু করে দিয়েছেন রামিজ রাজা।
গত বছর সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে বসেন রামিজ রাজা। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সংস্কারের পথে হাঁটতে শুরু করেন। অনেকেই বলতেন, ইমরান যে ভাবে দেখতে চেয়েছিলেন পাকিস্তান ক্রিকেটকে, সে ভাবেই কাজ করছেন রামিজ। সবার প্রথমে জাতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে দেন মিসবা উল হক ও ওয়াকার ইউনিসকে। এমন পরিস্থিতি তৈরি করেন যে পাক বোর্ডের সিইও পদ ছেড়ে দেন আর এক প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো ঢেলে সাজাতে শুরু করেন। কিন্তু ইমরানের গদিচ্যুত হওয়া কি সেই সংস্কারের পথেও বাধা হয়ে দাঁড়াবে? প্রশ্ন ক্রিকেট মহলের। আইসিসির বৈঠকে চার দেশীয় টুর্নামেন্টের স্বপ্ন নিয়ে ভারত-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলতে চান রামিজ। তবে বর্তমান পরিস্থিতিতে কি সেই আগ্রহ আর দেখাবেন রামিজ রাজা?
আরও পড়ুন : IPL 2022: ওয়ার্নারের মুখে ‘বাংলা কথা’, ভাইরাল ভিডিও