IPL 2022: করোনার থাবা আইপিএলে, আক্রান্ত পন্থের দিল্লি ক্যাপিটালসের ফিজিও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 15, 2022 | 5:57 PM

মারণ ভাইরাস করোনার (COVID 19) থাবা পড়ল এ বারের আইপিএলেও (IPL)।

IPL 2022: করোনার থাবা আইপিএলে, আক্রান্ত পন্থের দিল্লি ক্যাপিটালসের ফিজিও
IPL 2022: করোনার থাবা আইপিএলে, আক্রান্ত পন্থের দিল্লি ক্যাপিটালসের ফিজিও

Follow Us

মুম্বই: মারণ ভাইরাস করোনার (COVID 19) থাবা পড়ল এ বারের আইপিএলেও (IPL 2022)। আজ, শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart)। এবং দিল্লির মেডিকেল টিম তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। গত বারের আইপিএলের মাঝপথে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, আর দেশের মাঠে আইপিএল-১৪-র দ্বিতীয় পর্ব আয়োজন করার ঝুঁকি নেয়নি বিসিসিআই। ফলে করোনার কারণেই গত বারের আইপিএলের দ্বিতীয় পর্ব আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। চলতি আইপিএলে এই প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এই মুহূর্তে দিল্লির আর কোনও ক্রিকেটার এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন কিনা, তা জানানো হয়নি আইপিএলের পক্ষ থেকে।

ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ রয়েছে আগামীকাল, শনিবার রাতে। ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। প্য়াট্রিট যেহেতু দিল্লির ফিজিও তাই তাঁর সংস্পর্শে দলের প্রতি ক্রিকেটারকেই আসতে হয়। ফলে পন্থদের দলের যে কোনও ক্রিকেটারই এই ভাইরাসে সংক্রামিত হতে পারেন। আর সেটা হলে, আগামীকালের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ, দিল্লি বনাম আরসিবি ম্যাচ স্থগিত হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে এই মুহূর্তে চিন্তার মেঘ দিল্লি শিবিরে।

চলতি আইপিএলেও টিম হোটেলে বায়ো বাবলের মধ্যে থাকছেন ১০ দলের ক্রিকেটাররা। তার পরও ঠেকানো গেল না করোনার হানা। সূত্রের খবর বর্তমানে দিল্লি ক্যাপিটালসের সদস্যরা আইসোলেশনে রয়েছেন। এবং দলের সকলের করোনা পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। ওই রিপোর্টের ওপর নির্ভর করছে আরসিবির বিরুদ্ধে আগামীকাল দিল্লি খেলবে কি না। সূত্রের খবর অনুযায়ী বিসিসিআইয়ের এক সিনিয়র কর্তা বলেন, “পুরো দলটাই বর্তমানে আইসোলেশনে রয়েছে। তিনটি সেটে পরীক্ষা করা হচ্ছে। একটা আজ সকালে করা হয়েছে। দ্বিতীয়টি বিকেলে হবে এবং তৃতীয় পরীক্ষাটি আগামীকাল সকালে হবে। আর তার পর যদি কারও করোনা পরীক্ষার ফর পজিটিভ না আসে তা হলে নির্ধারিত সময়ে দিল্লি বনাম আরসিবি ম্যাচটি অনুষ্ঠিত হবে।”

আইপিএলের পক্ষ থেকে যে বিবৃতিতে প্যাট্রিকের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে, তাতে উল্লেখ রয়েছে, চোটের কারণে এ বারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। উল্লেখ্যে এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে চে্ন্নাই। কিন্তু চোটের কারণে সিএসকের সব থেকে দামি প্লেয়ার একটি ম্যাচেও খেলতে পারেননি। এ বার পুরো টুর্নামেন্ট থেকেও ছিটকে গেলেন। পাশাপাশি চোটের কারণে ধাক্কা খেলেন কেকেআরের রসিখ সালাম দারও। এ বারের আইপিএলে নাইট জার্সিতে দুটো ম্যাচে খেলেছেন রসিখ। কিন্তু পিঠের চোটের কারণে আইপিএল-১৫-র বাকি ম্যাচে আর খেলতে পারবেন না রসিখ। তাঁর বদলে ফাস্ট বোলার হর্ষিত রানাকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিল কেকেআর।

আরও পড়ুন: IPL 2022: বয়সে ছোট সচিনকে প্রণাম জন্টি রোডসের, দেখুন ভাইরাল ভিডিও

 

Next Article