অনেকেই মনে করেন, ওয়ান ডে ফরম্যাট ক্রমশ জৌলুস হারাচ্ছে। তবে এমন ম্যাচ হলে, জৌলুস বাড়বে বলাই যায়। ঘরোয়া ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট দেওধর ট্রফিতে এমনই একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল। যার ফয়সালা হল শেষ ওভারে। মাত্র ১ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতল ওয়েস্ট জোন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দেওধর ট্রফিতে দিন-রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট জোন ও সেন্ট্রাল জোন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সেন্ট্রাল জোন অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। টপ অর্ডারের ব্যর্থতায় প্রবল চাপে পড়ে তারা। ৬ রানের মধ্যেই আউট দুই ওপেনার। যশ দুবে, ভেঙ্কটেশ আইয়ার, করন শর্মারা ৪০-এর ঘরে ফেরেন। রিঙ্কু সিং এ দিন ভালো পারফর্ম করতে পারননি। ২৪ বলে ১৫ রান করেন তিনি।
শেষ দিকে অনবদ্য ব্যাটিং শিবম মাভির। ৩৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান করে সেন্ট্রাল জোন। ওয়েস্ট জোনের হয়ে ২ উইকেট নেন শামস মুলানি।
রান তাড়ায় শুরুটা ভালো হয় ওয়েস্ট জোনের। অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল ও কিপার-ব্যাটার হার্ভিক দেশাই ৭৭ রান যোগ করে। হার্ভিক অর্ধশতরান করেন। তবে উল্টোদিক থেকে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট জোন।
WHAT. A. MATCH!
West Zone emerge victorious in a nail-biter courtesy of Atit Sheth’s unbeaten fifty ??
Scorecard – https://t.co/8p7APadyl2#DeodharTrophy | #CZvWZ pic.twitter.com/C9I6yfzJQs
— BCCI Domestic (@BCCIdomestic) July 28, 2023
দলীয় ২১৯ রানে নবম উইকেট হিসেবে রাজবর্ধন হাঙ্গারকেকর আউট হতেই জয়ের প্রত্যাশা সেন্ট্রাল জোনে। যদিও অতীত শেঠ এবং চিন্তন গাজা জুটি তাদের হতাশ করে। শেষ উইকেটে ২৫ রান যোগ করে তারা। ২ বল বাকি থাকতে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় ওয়েস্ট জোনের।