কলকাতা: আজ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্মদিন (Birthday)। মাহির সঙ্গে একইদিনে জন্মদিন ভারতের এক তরুণ তুর্কি দেবদত্ত পাড়িক্কালেরও (Devdutt Padikkal)। বর্তমানে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় এ দলের সঙ্গে কলম্বোয় রয়েছেন দেবদত্ত। শ্রীলঙ্কা থেকেই ধোনিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে নিজের জন্মদিনের কেক কাটলেন ২১ বছরে পা দেওয়া দেবদত্ত।
শ্রীলঙ্কায় টিম হোটেলে দেবদত্তের জন্মদিন পালন করার একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। ক্যাপশনে লেখা, “২টো জন্মদিন, ১টা সেলিব্রেশন, ধোনির প্রতি দেবদত্তের ১টা আবেগপ্রবণ বার্তা।” সেখানে দেবদত্তকে বলতে শোনা গেছে, “কেক কাটার আগে আমি মাহি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। আমাদের পুরো দলের তরফ থেকে জানাই শুভ জন্মদিন মাহি ভাই। তিনি আমাদের সকলের কাছেই বড় অনুপ্রেরণা। তাঁর সঙ্গে জন্মদিন ভাগ করে নেওয়ার অনুভূতিটাই আলাদা। শুভ জন্মদিন মাহিভাই।”
2⃣ Birthdays ? ?
1⃣ Celebration ?
1⃣ Heartfelt message from @devdpd07 to @msdhoni ? #TeamIndia pic.twitter.com/h0epKPj3Yq— BCCI (@BCCI) July 7, 2021
আইপিএলের দেবদত্তের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে টুইটারে লেখা হয়, “আজকের দিনে ২০০০ সালে এক তারা জন্মেছিল। আমাদের তরুণ দেবদত্তকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার দিনটা শুভ হোক দেব। আমরা কামনা করি বছরের পর বছর প্রচুর সেঞ্চুরি করতে থাকো তুমি।”
#OnThisDay in 2️⃣0️⃣0️⃣0️⃣, a ? was born.
Here’s wishing our young stalwart, @devdpd07, a very Happy Birthday! ? ?
Have a great day, Dev! And we wish you a century of centuries in the years to come. ? #PlayBold #WeAreChallengers #HappyBirthdayDDP pic.twitter.com/euzO2zA4bA
— Royal Challengers Bangalore (@RCBTweets) July 7, 2021
বিসিসিআইয়ের পক্ষ থেকে আর একটি ভিডিয়ো শেয়ার করে লেখা হয়, “নেটে ব্যাটিংয়ে মগ্ন বার্থ ডে বয়ের ৩০ সেকেন্ডের একটি ক্লিপ। শুভ জন্মদিন দেবদত্ত পাড়িক্কাল।” ভিডিয়োতে দেখা গেছে একের পর এক বলে দারুণ শট দিচ্ছেন ভারতের তরুণ তুর্কি। আইপিএলে আরসিবির হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কা সফরে দলে সুযোগ পেয়েছেন দেবদত্ত। এবার সেই সুযোগকে কাজে লাগানোর পালা।
? SOUND ON!
3⃣0⃣ seconds of the birthday boy timing the ball to perfection in the nets ? ?
Happy birthday, @devdpd07! ??#TeamIndia #SLvIND pic.twitter.com/dTh0E6bffu
— BCCI (@BCCI) July 7, 2021
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩ জুলাই শুরু হবে প্রথম ওয়ান ডে ম্যাচ। তিনটি ওয়ান ডে ম্যাচের পর তিনটি টি-২০ ম্যাচ খেলে দেশে ফিরবেন শিখর ধাওয়ানরা।