MS Dhoni’s Birthday: ৪০-এ পা দিলেন ক্যাপ্টেন কুল

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সব থেকে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) আজ জন্মদিন (Birthday)। ৪০-এ পা দিলেন ক্যাপ্টেন কুল। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি ভারতীয় ক্রিকেটের এক স্বর্ণযুগের সাক্ষী। ৩টি আইসিসি (ICC) ট্রফি জয়ী একমাত্র ভারত অধিনায়ক মাহি। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু কীর্তি...

| Edited By: | Updated on: Jul 07, 2021 | 7:04 PM
২০০৭ সালে ভারতকে প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন মহেন্দ্র সিং ধোনি।

২০০৭ সালে ভারতকে প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন মহেন্দ্র সিং ধোনি।

1 / 9
২. ২০১১ সালে ভারতকে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন মাহি।

২. ২০১১ সালে ভারতকে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন মাহি।

2 / 9
২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতকে এনে দেন ক্যাপ্টেন কুল।

২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতকে এনে দেন ক্যাপ্টেন কুল।

3 / 9
টেস্টে ভারতীয় উইকেট কিপার ও অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান মহেন্দ্র সিং ধোনির (৩৪৫৪) দখলে।

টেস্টে ভারতীয় উইকেট কিপার ও অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান মহেন্দ্র সিং ধোনির (৩৪৫৪) দখলে।

4 / 9
বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ স্টাম্পিং ধোনির দখলে (১৯৫)।

বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ স্টাম্পিং ধোনির দখলে (১৯৫)।

5 / 9
একমাত্র উইকেট কিপার হিসেবে টেস্টে দ্বিশতরানের মালিক মাহি (২২৪)।

একমাত্র উইকেট কিপার হিসেবে টেস্টে দ্বিশতরানের মালিক মাহি (২২৪)।

6 / 9
অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ম্যাচে জয় (১১০)।

অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ম্যাচে জয় (১১০)।

7 / 9
ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছয় ধোনির অধীনে (২১১)।

ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ছয় ধোনির অধীনে (২১১)।

8 / 9
ভারতীয় উইকেট কিপারদের মধ্যে সর্বোচ্চ রান (৪৮৭৬)।

ভারতীয় উইকেট কিপারদের মধ্যে সর্বোচ্চ রান (৪৮৭৬)।

9 / 9
Follow Us: