Devdutt Padikkal: চোটের কবলে দেবদত্ত পাড়িক্কাল, ২২ গজ থেকে কতদিন দূরে থাকতে হবে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 18, 2023 | 3:21 PM

চোটের কবলে ভারতের তরুণ ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কাল। চলতি অগস্টে দেওধর ট্রফিতে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন দেবদত্ত। সেই চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতেও হয়েছে।

Devdutt Padikkal: চোটের কবলে দেবদত্ত পাড়িক্কাল, ২২ গজ থেকে কতদিন দূরে থাকতে হবে?
Devdutt Padikkal: চোটের কবলে দেবদত্ত পাড়িক্কাল, ২২ গজ থেকে কতদিন দূরে থাকতে হবে?

Follow Us

নয়াদিল্লি: চলতি মহারাজা ট্রফিতে (Maharaja T20 League) খেলা হচ্ছে না বছর ২৩ এর তরুণ ভারতীয় ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal)। আসলে চোটের কবলে ভারতের তরুণ ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কাল। চলতি অগস্টে দেওধর ট্রফিতে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন দেবদত্ত। সেই চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতেও হয়েছে। এ বার ওই চোটই তাঁকে ২২ গজ থেকে মাস খানেকের জন্য ছিটকে দিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২১ সালে ভারতের হয়ে দেবদত্তর ডেবিউ হয়েছিল। এখনও অবধি তিনি দেশের হয়ে ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছেন। তারপর থেকে যদিও আর দেশের হয়ে খেলা হয়নি তাঁর। আইপিএলের মঞ্চে ভালো পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন দেবদত্ত। চলতি বছরের আইপিএলে দেবদত্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। এ বারের মহারাজা ট্রফিতে তাঁকে নিয়েছিল গুলবার্গা মিস্টিক্স। কিন্তু আঙুলের চোটের কারণে এই টুর্নামেন্টে তাঁর খেলা হচ্ছে না।

সম্প্রতি দেবদত্ত জানিয়েছেন, দেওধর ট্রফি চলাকালীন তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল। তার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে। সম্ভবত এই চোটের কারণে তাঁকে ৩-৪ সপ্তাহ ২২ গজ থেকে দূরে থাকতে হবে। তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন।

এর আগে বাঁ হাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচার করানোর পর সোশ্যাল মিডিয়ায় নিজের হেলথ আপডেট শেয়ার করেছিলেন দেবদত্ত।

উল্লেখ্য, দেশের হয়ে ২টি টি-২০ ম্যাচে ৩৮ রান করেছেন দেবদত্ত পাড়িক্কাল। এ ছাড়া তিনি কর্ণাটকের হয়ে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে এবং ২৫টি লিস্ট-এ এর ম্যাচে খেলেছেন। কর্ণাটকের হয়ে প্রথম শ্রেণির ম্যাচে দেবদত্ত করেছেন ১৪৫০ রান। এবং লিস্ট-এ র হয়ে ১৪১০ রান করেছেন বাঁ হাতি তরুণ ব্যাটার দেবদত্ত।

Next Article