কলকাতা: ক্রিকেট জগতে শোকের ছায়া। প্রাক্তন শ্রীলঙ্কান (Sri Lanka) ক্যাপ্টেনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ টিমের প্রাক্তন অধিনায়ক দামিকা নিরোশানকে (Dhammika Niroshana) তাঁর স্ত্রী ও সন্তানদের সামনেই গুলি করে এক অজ্ঞাত ব্যক্তি।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, নিরোশানকে তাঁর স্ত্রী ও দুই সন্তানের চোখের সামনে এক অজ্ঞাত ব্যক্তি গুলি করেন। এখনও হত্যাকারীকে পুলিশ ধরতে পারেনি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটারকে কেন হত্যা করা হল, সেই কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর চারিদিক পরীক্ষা করে, প্রাক্তন শ্রীলঙ্কান ক্যাপ্টেনের বডি অটোপসির জন্য পাঠিয়েছেন।
Former U-19 Cricketer Dhammika Niroshan, also known as ‘Jonty’ (41) shot dead in front of his residence in the area of Kandewatte in Ambalangoda last night says Police Media Spokesperson #LKA pic.twitter.com/agNmrhXa6u
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) July 17, 2024
দামিকা ছিলেন একজন ডান-হাতি জোরে বোলার এবং ডান-হাতি ব্যাটার। ২০০০ সালে তাঁর শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছিল। বয়সভিত্তিক ক্রিকেটে তিনি বেশ কিছু বছর খেলেছিলেন। সেই সময় তরুণদের মধ্যে শ্রীলঙ্কার অন্যতম অলরাউন্ডার ছিলেন তিনি। তাঁর অধীনে অ্যাঞ্জেলো ম্যাথেউস, উপুল থারাঙ্গা, দীনেশ চান্ডিমলও শ্রীলঙ্কান জার্সিতে খেলেছেন। তবে ২০ বছর বয়সে তিনি ক্রিকেট খেলা ছেড়ে দেন। তিনি ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ২৬৯ রান। এবং নিয়েছেন ১৯টি উইকেট। আর ৮টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। তাতে করেন ৪৮ রান। নেন ৫টি উইকেট।