কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের সব নজর এখন আসন্ন শ্রীলঙ্কা সফরে। এখনও এই বিদেশ সফরের জন্য ভারতের টিম ঘোষণা হয়নি। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় টিমের কোচ কে হবেন? এতদিন তা নিয়ে আলোচনা চলত। সপ্তাহ খানেক আগে অবশ্য গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হয়েছেন। এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, টি-২০ ফর্ম্যাটে ভারতের ক্যাপ্টেন হবেন কে? টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন হওয়ার দৌড়ে কখনও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম শোনা যাচ্ছে। কখনও আবার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এগিয়ে যাচ্ছেন হার্দিকের থেকে। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, সুদুরপ্রসারী ভাবা হচ্ছে। তাই স্কাইকে হয়তো এ বার ভারতের টি-২০ ফর্ম্যাটে নতুন ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে।
বিরাট কোহলি ও রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়া ধারাবাহিক ভারতীয় টিমের নেতৃত্ব দিয়েছেন। এবং দল জিতেছেও। ফলে এক প্রকার কমবেশি সকলেই ধরে নিয়েছিলেন রোহিতের মসনদে টি-২০ ক্রিকেটে হার্দিকই বসতে চলেছেন। কিন্তু এখন ছবি যেন বদলে গিয়েছে। সূর্যকুমার যাদব হঠাৎ করেই হার্দিককে টেক্কা দিয়ে এগিয়ে চলেছেন।
২৭ জুলাই থেকে পাল্লেকেলে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু হবে। দুই দলের তিনটি টি-২০ ম্যাচের পর রয়েছে ৩টি ওডিআই ম্যাচও। এই সিরিজে এবং তারপর থেকে সূর্যকুমার যাদবকেই টি-২০ ফর্ম্যাটে ভারতের নেতা হিসেবে দেখা যেতে পারে বলেই শোনা যাচ্ছে। সূর্যকুমার মিস্টার ৩৬০ ডিগ্রি নামে জনপ্রিয়। অসাধারণ অনেক শট দেখা যায় তাঁর ব্যাটে। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ২০২৬ টি-২০ বিশ্বকাপ অবধি স্কাইকেই ভারতের নেতা হিসেবে ভাবা হচ্ছে। লাস্ট ল্যাপে হার্দিককে টেক্কা দিয়ে সূর্য ক্যাপ্টেন্সির দায়িত্ব কেড়ে নিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।