Dhruv Jurel: রিঙ্কুর মতো স্পেশাল খেলো… ধ্রুবকে টেস্ট ক্যাপ দিয়ে বার্তা ডিকের

Feb 15, 2024 | 12:48 PM

India vs England, 3rd Test: ৩১১ এবং ৩১২ এই দুই টেস্ট ক্যাপ এ বার থেকে সরফরাজ খান (Sarfaraz Khan) এবং ধ্রুব জুরেলের (Dhruv Jurel)। রাজকোটে সরফরাজের মাথায় টেস্ট টুপি পরিয়ে দেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে। আর ২৩ বছরের ধ্রুব জুরেল টেস্ট ক্যাপ পান টিম ইন্ডিয়ার সিনিয়র উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিকের হাত থেকে।

Dhruv Jurel: রিঙ্কুর মতো স্পেশাল খেলো... ধ্রুবকে টেস্ট ক্যাপ দিয়ে বার্তা ডিকের
রিঙ্কুর মতো স্পেশাল খেলো... ধ্রুবকে টেস্ট ক্যাপ দিয়ে বার্তা ডিকের

Follow Us

কলকাতা: দেশের হয়ে খেলা যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো। বৃহস্পতিবার সকালে ভারতের দুই তরুণ ক্রিকেটারের সেই স্বপ্নপূরণ হল। ৩১১ এবং ৩১২ এই দুই টেস্ট ক্যাপ এ বার থেকে সরফরাজ খান (Sarfaraz Khan) এবং ধ্রুব জুরেলের (Dhruv Jurel)। রাজকোটে সরফরাজের মাথায় টেস্ট টুপি পরিয়ে দেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে। আর ২৩ বছরের ধ্রুব জুরেল টেস্ট ক্যাপ পান টিম ইন্ডিয়ার সিনিয়র উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিকের হাত থেকে। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে সরফরাজ ও ধ্রুবর টেস্ট ডেবিউ ক্যাপ পাওয়ার মুহূর্ত। দেশের হয়ে সাদা জার্সিতে সফর শুরু করার আগে জাম্বো ও ডিকে ভারতের দুই টেস্ট অভিষেককারীকে যা বললেন, তা আজীবন মনে রাখার মতো।

ধ্রুবকে টেস্ট ক্যাপ দেওয়ার আগে প্রথমেই কার্তিক বলেন, ‘আমি রাহুল ভাই ও রোহিতকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তাঁরা আমাকে এই কাজটার জন্য যোগ্য মনে করেছে বলে। টেস্ট ক্যাপ হাতে পাওয়া একটা অসাধারণ অনুভূতি। গর্বের মুহূর্ত।’ এরপর তিনি ধ্রুবকে বলেন, ‘তুমি আগ্রা থেকে এসেছ। ছেলেবেলায় ক্রিকেট খেলার জন্য নয়ডা চলে গিয়েছিলে। তোমার পা সব সময় পাশে থেকেছেন। তোমার এই সফরে অনেকেই পাশে থেকেছেন। আমি আশাবাদী তাঁরা এখন তোমাকে দেখছেন। তুমি নিশ্চিতভাবে বিভিন্ন রংয়ের জার্সি পরে খেলেছো। নীল জার্সি পরার অভিজ্ঞতা আলাদাই হয়। কিন্তু সাদা জার্সি পরে টেস্ট ক্রিকেটে খেলার একটা আলাদাই অনুভূতি হয়। ক্রিকেটের সবচেয়ে কঠিন ফর্ম্যাট। যে কোনও ক্রিকেটারকে জিজ্ঞাসা করতে পারো, তাঁরা বলবে ৫ দিনের পর যখন কোনও টেস্ট ম্যাচ জিতবে তার অনুভূতি অনেক ঘটনার থেকে আলাদা। তোমার বাবা আজ নিশ্চয়ই তোমাকে দেখছে। যে তোমার হিরো। অনেক কষ্ট করে তুমি এখানে এসে পৌঁছেছ।’

এরপরই ডিকে টিম ইন্ডিয়ার নয়া সেনসেশন রিঙ্কু সিংয়ের কথা তুলে ধরেন। ধ্রুবর মতো রিঙ্কুও ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন। ডিকে বলেন, ‘যদি রিঙ্কু সিংয়ের উদাহরণ দিই, ও তোমার রুমমেটও ছিল। গত ছ’মাসে ও অসাধারণ পারফর্ম করেছে। তুমিও দারুণ পারফর্ম করো। টেস্টে অনেকে খেলার সুযোগ পায় না। একজন ধারাভাষ্যকার হিসেবে আমি বলতে পারি কিছু পরিসংখ্যান, গত ১০ বছরে ৬৫জন ক্রিকেটারের টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়েছে। ৫৬ জন ওডিআই ম্যাচ খেলেছে। আর মাত্র ৩০ জনের টেস্ট ডেবিউ হয়েছে। ফলে এই ফর্ম্যাটে খেলা এতটাও সহজ নয়। তাই তুমি যা অর্জন করেছে, তা যথেষ্ট প্রশংসনীয়।’

এক ঝলকে দেখে নিন বিসিসিআইয়ের শেয়ার করা সেই ভিডিয়ো…

Next Article