Rohit Sharma: হেলমেটে আছড়ে পড়ল উডের বাউন্সার, চাপের মুখে ক্যাপ্টেন্স নক রোহিতের

Feb 15, 2024 | 12:12 PM

Watch Video: রাজকোট টেস্টের প্রথম দিন এক ঘণ্টার মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। জোড়া উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। রাজকোটের পিচের পেস, বাউন্স কাজে লাগিয়ে মার্ক উড এমন এক বাউন্সার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে, প্রথম সেশনে যা ছিল দেখার মতো।

Rohit Sharma: হেলমেটে আছড়ে পড়ল উডের বাউন্সার, চাপের মুখে ক্যাপ্টেন্স নক রোহিতের
হেলমেটে আছড়ে পড়ল উডের বাউন্সার, চাপের মুখে ক্যাপ্টেন্স নক রোহিতের
Image Credit source: X

Follow Us

কলকাতা: মুহূর্তের মধ্যে ঘটতে পারত যে কোনও অঘটন। অবশ্য শেষ অবধি তা হয়নি। রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড (India vs England) ৫ টেস্টের (Test) সিরিজের তৃতীয় ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিং করছেন রোহিতরা। আর তাতেই মার্ক উডের এক বাউন্সার গিয়ে সজোরে লাগে ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হেলমেটে। অবশ্য এটাই রক্ষে যে তাতে আহত হননি রোহিত। রাজকোট টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া আশানুরূপ পারফর্ম করতে পারল না ভারতের টপ অর্ডার।

রাজকোট টেস্টের প্রথম দিন এক ঘণ্টার মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। জোড়া উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। রাজকোটের পিচের পেস, বাউন্স কাজে লাগিয়ে মার্ক উড এমন এক বাউন্সার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে, প্রথম সেশনে যা ছিল দেখার মতো। উডের বাউন্সার রোহিতের হেলমেটে লাগার পর চমকে যান ভারত অধিনায়ক। প্রবল ঝাঁকুনির পর রোহিত ভাবতে থাকেন পিচের বাউন্স নিয়ে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

উল্টোদিকে একের পর এক উইকেট পড়তে থাকলেও রোহিত শর্মাকে ক্রিজ থেকে টলাতে পারেননি জিমি-উডরা। চাপের মুখে থেকেও ৭১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। এটি তাঁর ১৭তম টেস্ট অর্ধশতরান। হয়তো এই হাফসেঞ্চুরি করতে পারতেন না রোহিত। যদি তাঁর ক্যাচ না ফেলতেন জো রুট। সেই সময় ২৭ রানে ছিলেন রোহিত শর্মা। লাঞ্চ বিরতি অবধি ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৩ রান তুলেছে ভারত। চতুর্থ উইকেটে রোহিত-জাডেজা জুটিতে এখনও অবধি উঠেছে ৬০ রান। ৫২ রানে অপরাজিত রয়েছেন রোহিত। এবং ঘরের মাঠে কামব্যাক করা রবীন্দ্র জাডেজা অপরাজিত রয়েছেন ২৪ রানে। এই ম্যাচে ভারতীয় অলরাউন্ডার জাডেজার দিকে বিশেষ নজর রয়েছে। কারণ প্রথম টেস্টের পর চোটের কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন জাডেজা।

Next Article