মুম্বই: ১৫তম আইপিএল (IPL) নতুন চেহারায় পা দিতে চলেছে ক্রিকেট দুনিয়ায়। দুটো নতুন টিম মোরাঞ্চ আরও বাড়িয়ে দেবে। ম্যাচ সংখ্যা একধাক্কায় বেড়ে যাচ্ছে অনেক। বিউগল বাজলেই বিনোদনের ফোয়ারা ছুটতে শুরু করবে। তারকার ছড়াছড়ি। চার-ছয়ের বন্য়ায় আরও বেশি করে ভেসে যেতে চলেছে সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। ২৬ মার্চ শুরু হচ্ছে আইপিএল। দুরন্ত প্রোমো দিয়ে ইতিমধ্যে মন জয় করে নিয়েছে আইপিএল দুনিয়ার বাসিন্দাদের। এ হেন আইপিএল নিয়ে কি প্রশ্ন নেই? আছে! যা পরিস্থিতি, তাতে প্রথম সপ্তাহে হয়তো সেরা বিদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেখা যাবে না। খুব কম নয় সেই সংখ্যাটা। নয় নয় করে প্রায় ২৬ জন ক্রিকেটারকে শুরুতে পাবে না বিভিন্ন টিম। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে কম-বেশি যা নিয়ে চাপে সবাই।
কেন ২৬জন ক্রিকেটার প্রথম সপ্তাহে খেলতে পারবেন না তাঁদের আইপিএল টিমের হয়ে? এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। ২৮ মার্চ সিরিজের শেষ ম্যাচ। দীর্ঘদিন পর পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া টিম। ২৫ মার্চ টেস্ট সিরিজ শেষ হবে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের। ৫ এপ্রিল সিরিজ শেষ। অন্য দিকে আবার ক’দিন পরই শুরু হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ। ওয়ান ডে সিরিজ শেষ ২৩ মার্চ। টেস্ট সিরিজ শেষ ১২ এপ্রিল। এই তিনটে সিরিজই আইপিএলকে ভীষণ চাপে ফেলে দিয়েছে। অধিকাংশ দেশের ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদের আইপিএল খেলার ক্ষেত্রে বিরোধীতা না করলেও জাতীয় টিমের সফর বা সিরিজ শেষ করে তবেই যোগ দিতে পারবেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে সবচেয়ে বেশি চাপে ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কাগিসো রাবাডারা বাংলাদেশ সিরিজ খেলে তবেই যোগ দিতে পারবেন আইপিএলে।
যে ২৬জন ক্রিকেটার খেলতে পারবেন না, তাঁদের অধিকাংশই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদের আইপিএল টিমের কাছে। কেউ কেউ ম্যাচ উইনারের ভূমিকাতেও থাকবেন। তাঁরা কারা?
শাহরুখ খানের টিম খোলনলচে পাল্টে নতুন করে সাফল্য ছুঁতে চাইছে। শ্রেয়স আইয়ারকে ক্যাপ্টেন করা হয়েছে। তার আগে অত্যন্ত চাপে পড়ে গিয়েছে তারা। প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চের মতো ক্রিকেটারদের প্রথম সপ্তাহে পাওয়া যাবে না। ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে শ্রেয়সের টিম। মহেন্দ্র সিং ধোনির টিমের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করতে হলে পূর্ণ শক্তির টিম নিয়ে নামতে হবে। সে সম্ভাবনা খুবই ক্ষীণ।
বিদেশি ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে ঋষভ পন্থের দিল্লিকে। নর্টজে চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন। ওয়ার্নার, মার্শ, মুস্তাফিজুর, লুঙ্গিদের মতো কার্যকর ক্রিকেটারদের প্রথম সপ্তাহে কেন, টিমে যোগ দিতে আরও দেরি হতে পারে। তিন দেশের ক্রিকেটাররা যে যাঁর দেশের হয়ে এখন খেলতে ব্যস্ত। সিরিজ বা সফর শেষ হলে তবেই যোগ দিতে পারবেন আইপিএলে।
গত আইপিএলে আরসিবির দুরন্ত পারফরম্যান্সের অন্যতম কারণ ছিল ম্যাক্সওয়েলের ফর্ম। বিরাটের পাশাপাশি টিমকে তিনিও যথেষ্ট টেনেছিলেন। সেই ম্যাক্সওয়েল অবশ্য ২৭ মার্চ বিয়ে করছেন। যে কারণে তিনি অন্তত প্রথম তিনটে ম্যাচে খেলতে পারবেন না। হ্যাজেলউড ও বেহেরনডর্ফ অবশ্য পাক সফরে দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকায় খেলতে পারবেন না।
গত কয়েক মরসুমে আইপিএলের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাডা। আবার ব্যাটার ধরতে গেলে বেয়ারস্টো আলোচনায় থাকবেন। বেয়ারস্টো হয়তো এক ম্যাচ পর টিমের সঙ্গে যোগ দিতে পারবেন, কিন্তু রাবাডাকে প্রথম পাঁচ ম্যাচে নাও পেতে পারে টিম। অস্ট্রেলিয়ার নাথন এলিসও ব্যস্ত পাক সফরে।
দিল্লির মতোই অপ্রাপ্তির তালিকা বেশ লম্বা লখনউয়েরও। বিদেশিদের না পাওয়ার তালিকা এতটাই লম্বা যে, প্রথম কয়েকটা ম্যাচে হয়তো দুইয়ের বেশি বিদেশি প্রথম একাদশে রাখতেই পারবে না লখনউ। মার্চ উড, জেসন হোল্ডার, কাইল মেয়ার্সরা একে অপরের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছেন। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের পর আবার পাওয়া যাবে মার্কাস স্টোইনিসকে। কুইন্টন ডি’কককে আবার প্রথম পাঁচটা ম্যাচে না-ও পাওয়া যেতে পারে।
এই জটিল পরিস্থিত সামাল দিতে হলে ভারতীয় ক্রিকেটারদের উপরেই আস্থা রাখতে হবে। গত কয়েক মরসুমে অবশ্য ঘরের ছেলেরাই টেনেছেন টিমকে। এ বারও, অন্তত শুরুর ক’টা ম্যাচ তাঁদের উপরেই ভরসা রাখতে হবে।