Shoaib Akhtar: জুতো থেকে বিয়ার পান, অজি সেলিব্রেশনে ক্ষুব্ধ শোয়েব আখতার

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 16, 2021 | 5:54 PM

টি-২০ বিশ্বকাপের পালা শেষ করে এ বার অ্যাসেজ সিরিজের আবহে ঢুকে পড়েছে অস্ট্রেলিয়া (Australia)। টি-২০ দলের একাধিক ক্রিকেট আছেন অ্যাসেজের দলে। ইংল্যান্ড ক্রিকেটারদের সঙ্গেই অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সরা অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। ডিসেম্বরের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাসেজ।

Shoaib Akhtar: জুতো থেকে বিয়ার পান, অজি সেলিব্রেশনে ক্ষুব্ধ শোয়েব আখতার
প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে অজিদের উল্লাস। সৌ: টুইটার

Follow Us

লাহোর: প্রথমবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (Australia)। ট্রফি হাতে অ্যারন ফিঞ্চদের উত্‍সবের ছবি যত না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তার থেকেও বেশি ভাইরাল ম্যাথু ওয়েড (Matthew Wade) ও মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে উল্লাসে মেতেছিলেন অজি ক্রিকেটাররা। সেখানেই ওয়েড নিজের জুতোয় বিয়ার ঢেলে পান করেন। এটা দেখে স্টোইনিসও ওয়েডের জুতোতে বিয়ার ঢেলে পান করতে শুরু করেন। এই ছবিই বেশি ভাইরাল হয়েছে। যা দেখে শোয়াব আখতার (Shoaib Akhtar) কিছুটা হলেও ক্ষুব্ধ। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস লিখেছেন, ” জঘন্য, তাই না?”

 

 

রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ১৯ তম ওভারে শাহিন আফ্রিদির বলে ওয়েড তিনটি ছয় মেরে ম্যাচ নিয়ে যান। যা অনেকের কাছেই ছিল টার্নিং পয়েন্ট।

ফাইনালে যদিও ব্যাট হাতে নামতে হয়নি ম্যাথু ওয়েড বা মার্কাস স্টোইনিসকে। মিচেল মার্শের ঝকঝকে ৭৭ রানেই ইনিংসে ভার করে ম্যাচ ও টুর্নামেন্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। পাঁচটি ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর এবার প্রথম টি-২০ বিশ্বকাপের খেতাব অজিদের দখলে। যদিও মাত্র এক বছরই এই ট্রফি ধরে রাখতে পারবে তারা। কারণ ২০২২ সালে অস্ট্রেলয়াতেই আবার টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের ভেনু ও খেলার তারিখও প্রকাশ করা হয়েছে।

 

 

টি-২০ বিশ্বকাপের পালা শেষ করে এ বার অ্যাসেজ সিরিজের আবহে ঢুকে পড়েছে অস্ট্রেলিয়া। টি-২০ দলের একাধিক ক্রিকেট আছেন অ্যাসেজের দলে। ইংল্যান্ড ক্রিকেটারদের সঙ্গেই অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সরা অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। ডিসেম্বরের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাসেজ।

 

 

 

আরও পড়ুন : Hardik Pandya: বিতর্ক মেটাতে ঘড়ির দাম জানালেন হার্দিক

 

Next Article