ICC ODI World Cup 2023: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কোহলির ব্যাটের শাসন দেখল রেকর্ড দর্শক!

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 24, 2023 | 1:34 AM

Virat Kohli: রবিবার ছুটির দিনে ভারত-নিউজিল্যান্ড মেগা ম্যাচে চোখ রেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। বাঙালির জন্য এ দিনটা ছিল আরও একটু বিশেষ। অষ্টমীর দিনে ভারতের ম্য়াচ বলে কথা! যাঁরা মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি তাঁরা চোখ রেখেছিলেন টিভির পর্দায়। আর বাসে, ট্রামে চলতে-চলতে, কিংবা পুজো মণ্ডপে দাঁড়িয়ে ভোগ খেতে-খেতে ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমে ম্যাচ দেখেছেন বহু মানুষ।

ICC ODI World Cup 2023: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে কোহলির ব্যাটের শাসন দেখল রেকর্ড দর্শক!
বিরাট কোহলি
Image Credit source: X

Follow Us

ধরমশালা: কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে, ফের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে নিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের নেপথ্য নায়ক আর কেউ নন, বিরাট কোহলি। ব্য়াট হাতে মাঠে নেমে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। ছক্কা মেরে সেঞ্চুরি করতে গিয়েই বাউন্ডারি লাইনে ধরা পড়েন চেজমাস্টার। আর এ দিন বিরাটের অনবদ্য ইনিংস গড়েছে এক নতুন রেকর্ড। অনলাইন দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। যা ছাপিয়ে গিয়েছে সব রেকর্ডকে। কী রেকর্ড তৈরি হল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রবিবার ছুটির দিনে ভারত-নিউজিল্যান্ড মেগা ম্যাচে চোখ রেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। বাঙালির জন্য এ দিনটা ছিল আরও একটু বিশেষ। অষ্টমীর দিনে ভারতের ম্য়াচ বলে কথা! যাঁরা মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি তাঁরা চোখ রেখেছিলেন টিভির পর্দায়। আর বাসে, ট্রামে চলতে-চলতে, কিংবা পুজো মণ্ডপে দাঁড়িয়ে ভোগ খেতে-খেতে ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমে ম্যাচ দেখেছেন বহু মানুষ। আর এই সম্প্রচারকারী অ্যাপ্লিকেশনের তরফে জানানো হয়েছে, রবিবারের এই ম্যাচ ৪ কোটি ৩০ লক্ষ মানুষ দেখেছেন। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচ একই সময়ে সাড়ে তিন কোটি দর্শক দেখেছিলেন। এ বার এই সংখ্যাটা বেড়েছে ১ কোটিরও বেশি।

আর এই রেকর্ড ভিউয়ের পর ডিজনি প্লাস হটস্টারের কর্ণধার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “সেই সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ, যাঁরা ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন ডিজনি প্লাস হটস্টারের পর্দায় চোখ রেখেছিলেন। আমরা কৃতজ্ঞ সরাসরি সম্প্রচারকারী হিসেবে কোনও ইভেন্টে বিশ্ব রেকর্ড করতে আমাদের সাহায্য করার জন্য।”

Next Article