IND vs WI, Telecast: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কোথায় দেখা যাবে? খরচ কত! বিস্তারিত জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 05, 2023 | 4:59 PM

India Tour of West Indies: ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। সিরিজের প্রথম টেস্ট ১২ জুলাই থেকে। দুটি টেস্টের পর ওডিআই সিরিজ। পাঁচটি টি-টোয়েন্টি।

IND vs WI, Telecast: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কোথায় দেখা যাবে? খরচ কত! বিস্তারিত জেনে নিন
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের সিরিজ রয়েছে। দুটি টেস্টের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পাঁচটি টি-টোয়েন্টিও রয়েছে সফরে। ম্যাচগুলি কোথায় সম্প্রচার হবে এ নিয়ে ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা মিটল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। সিরিজের প্রথম টেস্ট ১২ জুলাই থেকে। দুটি টেস্টের পর ওডিআই সিরিজ। পাঁচটি টি-টোয়েন্টি। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজ শেষ হচ্ছে ১৩ অগস্ট। প্রায় এক মাসেরও বেশি সময়ের এই সফরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তি। ম্যাচ সম্প্রচার করা হবে দূরদর্শনে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সম্প্রচার হবে ছ’টি ভাষায়। ই-মেলে এ কথা জানানো হয়েছে। প্রথমবার কোনও দীর্ঘ দ্বিপাক্ষিক সিরিজ ফ্রি টু এয়ার চ্যানেলে সম্প্রচার হবে। দূরদর্শনের ছ’টি চ্যানেল ডিডি স্পোর্টস, ডিডি পোডিগাই, ডিডি সপ্তগিরি, ডিডি ইয়াদাগিরি, ডিডি বাংলা এবং ডিডি চন্দনায় ম্যাচগুলি দেখা যাবে ছ’টি ভিন্ন ভাষায়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সফরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হচ্ছে ভারতের। গত দুটি বিশ্ব চ্যাম্পিয়শিপেই ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। যদিও ফাইনালে দু-বারই হার। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। কয়েক সপ্তাহ আগেই গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওভালে অস্ট্রেলিয়ার কাছে হার। নতুন সফরে নতুন শুরুই লক্ষ্য।

মিডিয়া স্বত্ব অনুযায়ী, টেলিভিশনে এই সিরিজ সম্প্রচার হবে দূরদর্শনে। তেমনই ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখা যাবে ফ্যানকোডে। সদ্য সাফ চ্যাম্পিয়নশিপও সম্প্রচার করেছে ডিডি স্পোর্টস এবং ফ্যানকোড।

Next Article