Ajit Agarkar : ৩০০ শতাংশ বেতন বৃদ্ধি! অজিত আগরকরকে পেতে ‘কল্পতরু’ বিসিসিআই

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 05, 2023 | 6:20 PM

বিপুল পরিমাণ স্যালারি হাইক নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর (Ajit Agarkar)!

Ajit Agarkar : ৩০০ শতাংশ বেতন বৃদ্ধি! অজিত আগরকরকে পেতে কল্পতরু বিসিসিআই
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : জুলাই মানেই বেতন বৃদ্ধির মাস। বেসরকারি সংস্থার কর্মীরা সারাবছরের পরিশ্রমের সুফল পান এই মাসে। ৬, ১০, ১২ শতাংশ থেকে স্যালারি ইনক্রিমেন্ট ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। ভালো বেতন বৃদ্ধির আশা করলেও অনেকের প্রত্যাশা পূরণ হয় না। আবার ভাগ্যবানরা মনের মতো ইনক্রিমেন্ট পান। কিন্তু কারও ৩০০ শতাংশ বেতন বৃদ্ধির কথা শুনেছেন? এই বিপুল পরিমাণ স্যালারি হাইক নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর (Ajit Agarkar)! এই পদের জন্য আগে বেতন ছিল বছরে ১ কোটি টাকা। প্রাক্তন মুখ্য নির্বাচক চেতন শর্মা এই বেতনই পেতেন। তিনি ইস্তফা দেওয়ার পর নয়া মুখ্য নির্বাচক হিসেবে বোর্ড নিযুক্ত করেছে অজিত আগরকরকে। তাঁকে পেতে বেতন ৩০০ শতাংশ বৃদ্ধি করতেও পিছপা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চলতি বছরের শুরুর দিকে স্ট্রিং অপারেশন কাণ্ডে ফেঁসে গিয়ে ইস্তফা দেন চেতন শর্মা। অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে কাজ করছিলেন শিবসুন্দর দাস। কমিটির বাকি সদস্যদের থেকে আন্তর্জাতিক কেরিয়ারের অভিজ্ঞতায় সিনিয়র অজিত আগরকর। যতদূর জানা গিয়েছে, মুখ্য নির্বাচকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না আগরকর। তাঁকে রাজি করানো হয়েছে। প্রথমদিকে রাজি না হওয়ার পিছনে রয়েছে কারণ। প্রথমত, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে কাজ করছিলেন। এর পাশাপাশি ধারাভাষ্য দিয়েও রোজগার করেন তিনি। তাই সিলেকশন কমিটিতে এলে আয় কমে যেত। মুখ্য নির্বাচক বছরে ১ কোটি টাকা স্যালারি পান। একজন ধারাভাষ্যকার ও কোচ হিসেবে এর থেকে অনেক বেশি আয় করেন তিনি। তাই অজিত আগরকরকে বোর্ডের সঙ্গে যুক্ত করতে বেগ পেতে হচ্ছিল বিসিসিআইকে। অর্থই ছিল আপত্তির প্রধান কারণ। তাই প্রাক্তন ক্রিকেটারকে নির্বাচন কমিটির মাথায় বসাতে ৩০০ শতাংশ স্যালারি বাড়িয়েছে বোর্ড।

বোর্ড চাইছিল এমন একজনকে নির্বাচন কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করতে যিনি টি ২০ ফরম্যাটেও খেলেছেন। আগরকর সেই মাপকাঠিতে পুরোপুরি উতরে যান। যে কারণে চেয়ারম্যান পদের জন্য বার্ষিক ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত বাড়াতে রাজি হয়েছে বিসিসিআই। পাল্লা দিয়ে কমিটির বাকি চার সদস্য শিব সুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রীধরণ শরথ এবং সলিল আঙ্কোলার বেতন বাড়ানো হবে কি না তা এখনও নির্ধারিত নয়। তাঁরা বছরে ৯০ লাখ টাকা বেতন পান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ দল বেছে নেবে অজিত আগরকরের নেতৃত্বে বোর্ডের নির্বাচন কমিটি।

Next Article