আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে এমন ঘটনা নতুন নয়। কড়া নিরাপত্তা থাকলেও সমর্থকদের অনেকেই কোনও না কোনও ভাবে প্রিয় খেলোয়াড়ের জন্য মাঠে ঢুকে পড়েন। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে তো এমন বহুবার ঘটেছে। গত আইপিএলেও এমন ঘটনা দেখা গিয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। শুধু তাই নয়, ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত মাঠে ঢুকে তাঁকে বের করার চেষ্টা করলেও ধোনি কাঁধে হাত দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন। সেই ভক্তের কথা শোনেন। তবে দলীপ ট্রফির ম্যাচে এমন দেখা যাবে, এটা যেন প্রত্যাশিত ছিল না।
দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। বেঙ্গালুরুতে চলছে ভারত এ বনাম ভারত বি। অনন্তপুরে মুখোমুখি ভারত সি ও ডি দল। আর এই মাঠেই এমন মুহূর্ত। ভারত সি-দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি চেন্নাই সুপার কিংসেরও ক্যাপ্টেন। গত মরসুমেই ঋতুরাজকে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ দিন ধরেই ক্যাপ্টেন হিসেবে রেডি করছিলেন ঋতুরাজকে। তাঁকে প্রণাম করে যেন মাহির ছোঁয়া পেলেন এক ক্রিকেট ভক্ত।
ভারত সি বনাম ডি ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এক ধোনি ভক্ত সেই ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক কিশোর মাঠে ঢুকে পড়েছেন। ঋতুরাজের পা ছুঁয়ে প্রণাম করেন, তাঁর সঙ্গে হাত মেলান। এই দৃশ্য যেন মহেন্দ্র সিং ধোনির মুহূর্তটাই মনে করায়।
A Fan Entered into Stadium & Touched Captain Ruturaj’s Feet 🥹🫶💛
Captain Ruturaj Gaikwad Era Start 🔥🛐#DuleepTrophy2024 #Jadeja #RuturajGaikwad pic.twitter.com/yYX4TiZn7Y
— 𝐑𝐨𝐥𝐞𝐱 ➌➊ 💛 (@PradeepNis992) September 6, 2024