AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: নেতৃত্বে ঈশান কিষাণ, বৈভবের সুযোগ হল না; স্কোয়াডে সামি সহ বাংলার পাঁচ

Duleep Trophy 2025: মনে করা হয়েছিল, ইংল্যান্ড সফরে বুমরা, সামি, সিরাজ নিশ্চিত। কিন্তু সামিকে ইংল্যান্ড সফরে নেওয়া হয়ন। নির্বাচকরা জানিয়েছিলেন, পাঁচ দিনের ক্রিকেট খেলার মতো ফিট নন। দলীপ ট্রফি সামির কাছে সেই ফিটনেস পরীক্ষাই।

Mohammed Shami: নেতৃত্বে ঈশান কিষাণ, বৈভবের সুযোগ হল না; স্কোয়াডে সামি সহ বাংলার পাঁচ
Image Credit: PTI FILE
| Updated on: Aug 02, 2025 | 12:01 AM
Share

দলীপ ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে মহম্মদ সামির। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে বাইরে ছিলেন। অস্ট্রেলিয়ায় গত বর্ডার-গাভাসকর ট্রফিতেও পাওয়া যায়নি সামিকে। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা-বলের সিরিজ খেলেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মনে করা হয়েছিল, ইংল্যান্ড সফরে বুমরা, সামি, সিরাজ নিশ্চিত। কিন্তু সামিকে ইংল্যান্ড সফরে নেওয়া হয়ন। নির্বাচকরা জানিয়েছিলেন, পাঁচ দিনের ক্রিকেট খেলার মতো ফিট নন। দলীপ ট্রফি সামির কাছে সেই ফিটনেস পরীক্ষাই।

ইস্ট জোনের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছে। নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ। ১৫ সদস্যের দলে সামি সহ রয়েছেন বাংলার পাঁচ ক্রিকেটার। এ ছাড়াও প্রত্যাশিত ভাবেই সুযোগ পেয়েছেন অসমের রিয়ান পরাগও। প্রত্যাশা করা হচ্ছিল, বিহারের বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হতে পারে। তাঁকে অস্ট্রেলিয়া সফরে অনূর্ধ্ব ১৯ দলে রাখা হয়েছে। রঞ্জিতেও খেলেছেন। যদিও ১৪ বছরের বৈভবকে দলীপের স্কোয়াডে রাখা হয়নি। তাঁকে আপাতত জুনিয়র স্তরেই খেলানো হবে, এমনটাই মনে করা হচ্ছে।

বাংলার পাঁচ ক্রিকেটারের মধ্যে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। তেমনই স্ট্যান্ডবাইতে রয়েছেন সুদীপ ঘরামি। ইস্ট জোনের ঘোষিত স্কোয়াড-ঈশান কিষাণ (ক্যাপ্টেন), অভিমন্যু ঈশ্বরণ (ভাইস ক্যাপ্টেন), সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, ডেনিস দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মণীষী, সূরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশ দীপ, মহম্মদ সামি।