Dunith Wellalage: বিরাট-রোহিতের উইকেট নিয়ে উচ্ছ্বসিত, উড়িয়ে দিচ্ছেন না ফাইনালের স্বপ্ন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 13, 2023 | 4:22 PM

সবে ১৩টা ওয়ান ডে ম্যাচ খেলেছেন। এরই মধ্যে নজর কেড়ে নিচ্ছেন। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন দুনিথ ওয়াল্লালাগে (Dunith Wellalage)। তাঁর দুরন্ত বোলিংয়েই ২১৩ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। যদিও ম্য়াচটা হেরে গিয়েছে শ্রীলঙ্কা। তবু দুনিথকে নিয়ে চলছে চর্চা। পাঁচ উইকেটের মধ্যে কোনটা তৃপ্তি দিয়েছে বেশি?

Dunith Wellalage: বিরাট-রোহিতের উইকেট নিয়ে উচ্ছ্বসিত, উড়িয়ে দিচ্ছেন না ফাইনালের স্বপ্ন
বিরাট-রোহিতের উইকেট নিয়ে উচ্ছ্বসিত, উড়িয়ে দিচ্ছেন না ফাইনালের স্বপ্ন
Image Credit source: ICC

Follow Us

কলম্বো: মাত্র ২০ বছরের তরুণের নিয়ন্ত্রিত বোলিং নিয়ে আলোচনা চলছে। সবে ১৩টা ওয়ান ডে ম্যাচ খেলেছেন। এরই মধ্যে নজর কেড়ে নিচ্ছেন। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন দুনিথ ওয়াল্লালাগে (Dunith Wellalage)। তাঁর দুরন্ত বোলিংয়েই ২১৩ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। যদিও ম্য়াচটা হেরে গিয়েছে শ্রীলঙ্কা। তবু দুনিথকে নিয়ে চলছে চর্চা। পাঁচ উইকেটের মধ্যে কোনটা তৃপ্তি দিয়েছে বেশি? কলম্বোর সেন্ট জোসেফ কলেজের ছাত্র বলে দিয়েছেন, রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলির (Virat Kohli) উইকেট তাঁকে তৃপ্তি দিয়েছে। TV9Bangla Sports এ বিস্তারিত।

৫ উইকেট নিতে ৪০ রান খরচ করেছেন দুনিথ। ম্যাচের পর প্রেস মিটে বলেছেন, ‘আমার কাছে বিরাট কোহলি বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান। বিরাট-রোহিতের মতো ভারতের দুটো বড় উইকেট নিতে পেরেছি, আমি তাতেই খুশি। আমি নিজের বেসিকে বিশ্বাস রাখি। ভরসা রাখি নিজের উপর। ভারতের শুরুটা দারুণ হয়েছিল। ওদের ব্য়াটাররা সেট হয়ে গিয়েছিল। যে কারণে উইকেট-টু-উইকেট বল করার চেষ্টা করেছিলাম। আমার তিন ওভারে তিনটে উইকেট আসার পর ভারত চাপে পড়ে গিয়েছিল। পিচে টার্ন ছিল। এই রকম পিচে ঠিক জায়গায় বল রাখতে পারলে ব্য়াটসম্যানকে চাপে রাখা যায়। আমি ভালো বল করেছি ঠিকই, তবে টিম জিতলে বেশি খুশি হতাম।’

ভারতের ২১৩ রানের টার্গেট সামনে রেখে শ্রীলঙ্কা ১৭২ রানে শেষ হয়ে গিয়েছিল। ৪১ রানে টিম হারলেও ব্য়াট হাতেও চমৎকার পারফর্ম করেছেন দুনিথ। ৪৬ বলে ৪২ রান করেছেন। ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে জুটিতে তুলেছিলেন ৬৩ রান। দুনিথ যা নিয়ে বলছেন, ‘আমি ধনঞ্জয়কে সাহায্য করার চেষ্টা করেছিলাম। কোনও ঝুঁকি নিতে চাইনি যে কারণে। ভারতের টার্গেটটা যাতে ছুঁতে পারি, সেটাই ছিল আমাদের পরিকল্পনা। এশিয়া কাপে আমরা চারটে ম্যাচের মধ্য়ে তিনটেতে জিতেছি। টিমের পারফরম্যান্সে খুশি। আর একটা ম্যাচ বাকি রয়েছে। ওটা জিতলে কিন্তু ফাইনালে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।’

Next Article
Kuldeep Yadav: স্পিন ভেল্কিতে জমল ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ, কুলদীপের ঝুলিতে নয়া রেকর্ড
Asia Cup 2023: ঘূর্ণি পিচ থাকলেই বিরাট-রোহিতরা নড়বড়ে, কে বললেন এমন কথা?