India vs Bangladesh: ফাইনালে ভারত-বাংলাদেশ, সেমিফাইনালেই আউট পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 20, 2023 | 7:47 PM

Emerging Women’s Asia Cup 2023: মেয়েদের উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের বেশ কয়েকজন রয়েছেন এমার্জিং এশিয়া কাপের দলে। এ বার নজরে এশিয়া কাপ ট্রফি।

India vs Bangladesh: ফাইনালে ভারত-বাংলাদেশ, সেমিফাইনালেই আউট পাকিস্তান
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

মঙ্কক: মেয়েদের এমার্জিং এশিয়া কাপে এখনও অবধি যেন ‘চ্যাম্পিয়ন’ বৃষ্টি। গ্রুপ পর্বে বেশির ভাগ ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। মাত্র এক ম্যাচ খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত কাল অর্থাৎ সোমবার সেমিফাইনাল দুটি হওয়ার কথা ছিল। যদিও বৃষ্টির কারণে একটি ম্যাচও হয়নি। রিজার্ভ ডে রাখা হয়েছিল। এ দিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও শ্রীলঙ্কার। সেটিও বৃষ্টিতে ভেস্তে যায়। গ্রুপ সেরা হওয়ায় ফাইনালে যায় ভারত। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ জিতে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। শেষ চারেই বিদায় হয়ে গেল পাকিস্তানের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। বৃষ্টির কারণে ওভার কমে ৯ ওভার করে হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৫৯-৭ স্কোর গড়ে বাংলাদেশ। টপ অর্ডারের সকলেই এক অঙ্কের রানে ফেরেন। শেষ দিকে নাহিদা আখতারের ১৬ বলে ২১ রানের সৌজন্যে পাকিস্তানকে ৬০ রান দেয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে অধিনায়ক ফাতিমা সানা ২ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া অনুশা নাসির ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট।

বোর্ডে ৬০ রানের লক্ষ্য। পাকিস্তানের শুরুটা ভালো হয়। তবে রানের গতি বাড়াতে ব্যর্থ তাদের ব্যাটাররা। অধিনায়ক ফাতিমা সানা ক্রিজে থাকায় জয়ের ক্ষীণ আশা তৈরি হয়েছিল। নির্ধারিত ৯ ওভারে ৫৩-৪ স্কোরে থামে পাকিস্তান। স্নায়ুর চাপ সামলে ৬ রানের অনবদ্য জয় বাংলাদেশের। আগামিকাল ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচে অনবদ্য পারফর্ম করেছিল ভারত। শ্রেয়াঙ্কা পাটিল নিয়েছিলেন ৫ উইকেট। আয়োজক হংকংয়ের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। মেয়েদের উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের বেশ কয়েকজন রয়েছেন এমার্জিং এশিয়া কাপের দলে। এ বার নজরে এশিয়া কাপ ট্রফি।

ভারত বনাম বাংলাদেশ, ভারতীয় সময় সকাল ৯টা থেকে

Next Article