অ্যাসেজে আগুন জ্বলবে এমনটাই প্রত্যাশিত। এজবাস্টন টেস্টে হারের পর ইংল্যান্ডের ‘অন্দরেই’ আগুন জ্বলেছিল। বেন স্টোকসের পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু লর্ডস টেস্টে অন্য কারণে। লর্ডসে ব্যাকফুটে ছিল ইংল্যান্ড। কিন্তু বেন স্টোকস এবং বেন ডাকেট জুটি ফের জয়ের আশা ফিরিয়ে আনে ইংল্যান্ড শিবিরে। তাদের এই প্রত্যাবর্তনের মাঝেই জনি বেয়ারস্টোর আউট বিতর্ক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আজ ম্যাচের শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল আরও ২৫৭ রান। বেন ডাকেট ও বেন স্টোকস জুটি দিনের শুরুটা অনবদ্য শুরু করে। বেন ডাকেটকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ হ্যাজলউড। অধিনায়ক বেন স্টোকস তখনও এক দিক আগলে রেখেছেন। ক্রিজে জনি বেয়ারস্টো যোগ দেওয়ায় পরিস্থিতি ইংল্য়ান্ডের নিয়ন্ত্রণেই ছিল। কিছুটা ছন্দ কাটল বেয়ারস্টোর আউটে। ১০ রানে ব্যাট করছিলেন বেয়ারস্টো। ক্যামেরন গ্রিনের শর্ট পিচ ডেলিভারি ডাক করেন বেয়ারস্টো। বল ওয়ান বাউন্সে পৌঁছয় কিপার ক্যারির গ্লাভসে।
বেয়ারস্টো ধরেই নিয়েছিলেন, বল ডেড হয়েছে। তিনি ক্রিজ ছেড়ে উল্টো প্রান্তে বেন স্টোকসের দিকে যাচ্ছিলেন। কিন্তু ক্যারি উইকেট ভাঙতেই হতচকিত হয়ে পড়েন। মাঠের দুই আম্পায়ার এহসান রাজা এবং ক্রিস গ্যাফানি তৃতীয় আম্পায়ারের দিকে রেফার করেন। তৃতীয় আম্পায়ার মারিয়াস এরাসমাস রিপ্লে দেখে আউটও দেন। বেশ কিছুক্ষণ অবাক ভঙ্গিতে ক্রিজেই দাঁড়িয়ে থাকেন ইংল্য়ান্ডের কিপার ব্যাটার বেয়ারস্টো।
অজি ক্রিকেটাররা সেলিব্রেশনে একজোট হয়েছিলে। আউট হয়ে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ প্লেয়ারদের দেখে বেয়ারস্টো বলতে থাকেন, ‘সেই একই অস্ট্রেলিয়ার মানসিকতা। সবসময়ই চিটিং করে’। ক্রিকেটের নিয়মের ২০.১.২ ধারা অনুযায়ী, বল কিপারের হাতে পৌঁছলেও সেটি ডেড নয়। অ্যালেক্স ক্যারি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে উইকেটে আন্ডার আর্ম থ্রো করেন। তৃতীয় আম্পায়ার নিয়ম মেনেই বেয়ারস্টোকে আউট দেন। তারপরও বেয়ারস্টোর মন্তব্যে ক্ষুব্ধ অজি শিবির।
???#EnglandCricket | #Ashes pic.twitter.com/dDGCnj4qNm
— England Cricket (@englandcricket) July 2, 2023
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও তুলোধনা করছেন বেয়ারস্টোকেই। অ্যালেক্স ক্যারি যে সঠিক কাজই করেছেন, তেমনই তাদের বক্তব্য। বরং, বেয়ারস্টোর অদ্ভূত মানসিকতা এবং ক্যাজুয়াল মনোভাবে অবাক প্রাক্তন ক্রিকেটাররা।