Ravindra Jadeja: ওয়েস্ট ইন্ডিজে জাড্ডুই হবেন সেরা? বিপদে কপিল দেব, কোর্টনি ওয়ালশের রেকর্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 28, 2023 | 4:45 PM

West Indies vs India : রেকর্ড তৈরিই তো হয় ভাঙার জন্য। আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা পাবেন দুই কিংবদন্তির রেকর্ড ভাঙার সুযোগ।

Ravindra Jadeja: ওয়েস্ট ইন্ডিজে জাড্ডুই হবেন সেরা? বিপদে কপিল দেব, কোর্টনি ওয়ালশের রেকর্ড
Ravindra Jadeja: ওয়েস্ট ইন্ডিজে জাড্ডুই হবেন সেরা? বিপদে কপিল দেব, কোর্টনি ওয়ালশের রেকর্ড
Image Credit source: Twitter

Follow Us

বার্বাডোজ: ক্যারিবিয়ান টিম ছাড়া আগে কখনও ওডিআই বিশ্বকাপ হয়নি। এই প্রথম বার ওডিআই বিশ্বকাপে খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান টিম প্রতিভায় ঠাসা। কিন্তু তারপরও এ বারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি শেই হোপরা। অতীতে ওডিআই এবং টি-২০ বিশ্বকাপে ২ বার করে জিতেছে ক্যারিবিয়ানরা। সেই তারাই এ বার ২০২৩ এর ওডিআই বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না। ক্রিকেট মহল বলছে এই পরিস্থিতিতে একরাশ দুঃখ, হতাশা গ্রাস করেছে ওয়েস্ট ইন্ডিজকে। এরই মাঝে চলতি জুলাইতে ভারতের বিরুদ্ধে ২টি টেস্ট, ৩টি ওডিআই আর ৫টি টি-২০ ম্যাচে খেলার কথা ক্যারিবিয়ানদের। এক এক করে ভারতীয় ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে (West Indies) পৌঁছে যাচ্ছেন। এই সফর দিয়েই ভারতের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছ। ওয়েস্ট ইন্ডিজ সফরে এক বিশেষ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের (India) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কী সেই রেকর্ড? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ান সিরিজে দুই কিংবদন্তির রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে রবীন্দ্র জাডেজার

এ বারের ক্যারিবিয়ান সফরে রবীন্দ্র জাডেজা দুই কিংবদন্তির রেকর্ড ছাপিয়ে যেতে পারেন। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে এখনও অবধি সর্বাধিক উইকেট রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের। আর ভারতীয় ক্রিকেটারদের দিক থেকে IND vs WI এর ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট রয়েছে কপিল দেবের নামে। এই দুই ক্রিকেটার এখন আর ক্রিকেট খেলেন না। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন জাডেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৯টি ওডিআই ম্যাচে খেলেছেন রবীন্দ্র জাডেজা। তাতে জাডেজার প্রাপ্তি ৪১টি উইকেট। ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ ভারতের বিরুদ্ধে ৩৮টি ওডিআই ম্যাচে খেলে ৪৪টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে ভারতীয় কিংবদন্তি কপিল দেব ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪২টি ওডিআই ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছিলেন। ফলে এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে তিনটি ওডিআই ম্য়াচে খেলবে ভারত তাতে আর ৪টি উইকেট নিলেই জাডেজা টপকে যাবেন কপিল-ওয়ালশের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে ইতিমধ্যেই বার্বাডোজ পৌঁছে গিয়েছেন জাডেজা। উল্লেখ্য, দেশের জার্সিতে এখনও অবধি মোট ৬৫টি টেস্ট ম্যাচে ২৭০৬ রান করেছেন জাডেজা। একইসঙ্গে টেস্টে জাডেজা নিয়েছেন ২৬৮টি উইকেট। ওডিআই ক্রিকেটে ১৭৪টি ম্যাচে ২৫২৬ রান করেছেন এবং ১৯১টি উইকেট নিয়েছেন জাড্ডু। এ ছাড়া টি-২০ ফর্ম্যাটে তিনি ৬৪টি ম্যাচে করেছেন ৪৫৭ রান এবং নিয়েছেন ৫১টি উইকেট। ওডিআই ক্রিকেটে জাডেজার সেরা বোলিং ইনিংস ৫/৩৬। চলতি বছরের ওডিআই বিশ্বকাপে রবীন্দ্র জাডেজা ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন বলে মনে করছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার।

Next Article