হেডিংলির স্মৃতি ফিরবে! বেন স্টোকসের ব্যাটে যেন তেমনই ইঙ্গিত। ২০১৯ সালের অ্যাসেজ সিরিজ। হেডিংলি টেস্টে নায়কোচিত ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। উল্টো দিকে বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ। বেন স্টোকস ভরসা রেখেছিলেন তাঁর ওপর। নিজে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে। জ্যাক লিচ খেলেছিলেন কেরিয়ারের ‘সেরা ইনিংস।’ মাত্র ১ রান করেছিলেন লিচ, কিন্তু ১৭টা ডেলিভারি সামলে দিয়ে বেন স্টোকসকে সুযোগ করে দিয়েছিলেন ম্যাচ জেতানো ইনিংস খেলার। লর্ডসেও যেন তারই পুনরাবৃত্তি হতে চলেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এজবাস্টন টেস্টে হেরে ব্যাকফুটে ইংল্যান্ড। প্রবল সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ডের বাজবল পরিকল্পনা। লর্ডস টেস্টে চতুর্থ দিন ম্যাচ অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণেই ছিল। ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ৩৭১ রান। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের ধাক্কায় বেসামাল হয়ে পড়েছিল ইংল্যান্ড। মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় তারা। ইংল্যান্ডকে ভরসা দেন বেন ডাকেট-বেন স্টোকস জুটি।
ম্যাচের পঞ্চম দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল আরও ২৫৭ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ৬ উইকেট। তবে দিনের প্রথম সেশনে অনবদ্য ব্যাটিং বেন স্টোকসের। বেন ডাকেটের উইকেটে জুটি ভাঙে। বেয়ারস্টো সেট হওয়ার আগেই অদ্ভূত ভঙ্গিতে আউট হন। তাঁকে স্টাম্প আউট করেন অ্যালেক্স ক্যারি। যদিও আউট নিয়ে প্রবল বিতর্ক চলছে। তবে ভরসা দিচ্ছেন বেন স্টোকস। প্রথম সেশনে ২৬ ওভারে ১২৮ রানে তুলে নিয়েছে ইংল্যান্ড। তাদের এখনও প্রয়োজন ১২৮ রান। ১০৮ রান করে ক্রিজে রয়েছেন বেন স্টোকস। উল্টো দিকে স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ার চাই ৪ উইকেট।