ENG vs AUS, Ashes: বাজবলে নিয়ন্ত্রণ, অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য দিতে চলেছে ইংল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 30, 2023 | 2:06 AM

England vs Australia: কেরিয়ারে আরও একটা শতরানের স্বপ্ন দেখিয়েছিলেন জো রুট। যদিও অল্পের জন্য তা হাতছাড়া। ৯১ রানে ফিরলেন রুট। দিনের শেষে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৮৯।

ENG vs AUS, Ashes: বাজবলে নিয়ন্ত্রণ, অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য দিতে চলেছে ইংল্যান্ড
Image Credit source: Twitter

Follow Us

চতুর্থ দিনই কি ভাগ্য নির্ধারণ? সম্ভাবনা প্রবল। অ্যাসেজ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাসেজ তাদের দখলেই। তবে সিরিজ জেতার বিষয়ে আর ফেভারিট নয় অস্ট্রেলিয়া। এর জন্য প্রথম ইনিংসে সুযোগ নিতে না পারা অন্যতম কারণ। অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট চলছে লন্ডন ওভালে। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছিল মাত্র ২৮৩ রানে। অস্ট্রেলিয়ার কাছে সুযোগ ছিল বড় লিড নেওয়ার। যদিও তাদের ইনিংস শেষ মাত্র ২৯৫ রানেই। ১২ রানের লিড এখনও অবধি কোনও কাজে লাগেনি। তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ইংল্যান্ড। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেরিয়ারে আরও একটা শতরানের স্বপ্ন দেখিয়েছিলেন জো রুট। যদিও অল্পের জন্য তা হাতছাড়া। ৯১ রানে ফিরলেন রুট। দিনের শেষে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৮৯। তাদের লিড সব মিলিয়ে ৩৭৭ রানের। যদিও ম্যাচের চেয়ে দিন শেষে আলোচনায় স্টুয়ার্ট ব্রডের ঘোষণা। চতুর্থ দিন যদি এই স্কোরেও দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ইংল্যান্ড, তাহলে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়াবে ৩৭৮ রান। চতুর্থ ইনিংসে যা খুবই কঠিন। দিনের শেষে স্টুয়ার্ট ব্রড ঘোষণা করেন, এই ম্যাচ শেষেই অবসর নিতে চলেছেন। কেরিয়ারের ১৬৭তম টেস্ট খেলছেন ব্রড।

দিন শেষে ক্রিজে রয়েছেন স্টুয়ার্ট ব্রড ও জিমি অ্যান্ডারসন। দিনের শুরুতে ইনিংস ঘোষণা না হলে এই জুটির ওপর নির্ভর করবে লিড ৩৭৭ থেকে আরও কিছুটা বাড়িয়ে নেওয়া। তেমনই বোলিংয়ের ক্ষেত্রেও বড় ভরসা এই জুটি। অ্যাসেজে বল হাতে ভালো ছন্দে রয়েছেন ব্রড। তাঁর অভিজ্ঞ সঙ্গী জেমস অ্যান্ডারসনের জন্য অবশ্য এই সিরিজ খুব একটা ভালো কাটেনি। তবে ব্রডের শেষ টেস্টে তিনিও যে দুশো শতাংশ দিয়ে দলকে জেতানোর চেষ্টা করবেন, বলাই যায়। দ্বিতীয় ইনিংসে বাজবল নিয়ন্ত্রণে রেখে লিড বাড়ানোর দিকেই মন দেয় ইংল্যান্ড শিবির। তাদের রান রেট ৪.৮৬। যেখানে বাজবল খেললে ৫.৫ এর বেশি থাকে রান রেট।

Next Article