Jonny Bairstow Watch Video: লর্ডসে বেয়ারস্টোর ‘ভারোত্তোলন’, গ্যালারিতে হাসির রোল
Ashes, ENG vs AUS, Lord's: কোভিড পরবর্তী সময়ে ইডেনে একটা ম্যাচের দৃশ্য অস্বস্তি এবং মজা দুইই দিয়েছিল। কোভিড তখনও পুরোপুরি মেটেনি। ফলে সুরক্ষা বলয় ছিল। ইডেনে খেলছেন বিরাট কোহলি।
লন্ডন: মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে এর মধ্যে মজার কিছু ঘটনাও দেখা যায়। কখনও তৈরি হয় অস্বস্তিও। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হল লর্ডসে। যদিও ম্যাচ শুরুর পরই বাধা। বৃষ্টিতে পরে ম্যাচ থামলেও, শুরুতেই খেলা থামার কারণ কিন্তু তা নয়। ক্রিকেট মাঠে অলিম্পিক স্পোর্টস দেখার সুযোগ পাওয়া গেল। ইংল্যান্ড কিপার ব্যাটার জনি বেয়ারস্টোর ‘ভারোত্তোলন’-এ হাসির রোল উঠল লর্ডসের গ্যালারিতে। ঠিক কী ঘটেছে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লর্ডসে ম্যাচ শুরুর চূড়ান্ত প্রস্তুতি চলছে সে সময়। বৃষ্টির পর মাঠ রেডি হতে কিছুটা সময় লাগছিল। টসও হয়ে গিয়েছে। শুধু ম্যাচ শুরুর অপেক্ষা। টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। খেলা সবে শুরু হয়েছে। এমন সময় মাঠে ঢুকে পড়েন এক দর্শক। সটান ক্রিজের দিকে দৌড় লাগান। নিরাপত্তা রক্ষীরাও ছুটছেন তাঁর দিকে। নিরাপত্তা রক্ষীরা পৌঁছনোর আগেই অবশ্য পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ নেন জনি বেয়ারস্টো। মাঠে ঢোকা সেই দর্শককে পাঁজাকোলা করে মাঠের বাইরে নিয়ে যান ইংল্যান্ডের কিপার ব্যাটার। তারপর খেলা শুরু হয়। স্লিপে উসমান খোয়াজার ক্যাচও পড়ে। নাহলে শুরুতেই বেশ স্বস্তি পেত ইংল্যান্ড শিবির।
Bairstow picking up a pitch invader#Ashes pic.twitter.com/vCWCkXb3IA
— England’s Barmy Army ???????? (@TheBarmyArmy) June 28, 2023
কোভিড পরবর্তী সময়ে ইডেনে একটা ম্যাচের দৃশ্য অস্বস্তি এবং মজা দুইই দিয়েছিল। কোভিড তখনও পুরোপুরি মেটেনি। ফলে সুরক্ষা বলয় ছিল। ইডেনে খেলছেন বিরাট কোহলি। দর্শকদের উচ্ছ্বাসের সীমা নেই। অতি উচ্ছ্বাসে ইডেনের উঁচু ফেন্সিং টপকেই মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। বিরাটকে ছুঁতে চাইছিলেন। নিরাপত্তা কর্মীরা সেই দর্শককে পাঁজাকোলা করে বিজ্ঞাপনী বোর্ডের ওপাশে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। লর্ডসে অবশ্য বেয়ারস্টো বিষয়টিকে দারুণ ভাবেই সামলান।
Are you watching @leedsrhinos ?#Ashes pic.twitter.com/AB64rimeXH
— England’s Barmy Army ???????? (@TheBarmyArmy) June 28, 2023
বেয়ারস্টোর কান্ড দেখে হাসি ধরে রাখতে পারলেন না রবিচন্দ্রন অশ্বিনও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, বেয়ারস্টো ইতিমধ্যেই ভারোত্তলন করে নিল।