Ashes, Usman Khawaja: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে অনন্য নজির উসমান খোয়াজার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 20, 2023 | 8:36 PM

Ashes Series, ENG vs AUS: অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে এই নজির ছিল কিম হিউজের। ১৯৮০ সালে অ্যাসেজ সিরিজেই টেস্টের পাঁচ দিনই ব্যাট করার নজির গড়েছিলেন হিউজ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচদিনই ব্যাট করার নজির খোয়াজার।

Ashes, Usman Khawaja: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে অনন্য নজির উসমান খোয়াজার
Image Credit source: twitter

Follow Us

বার্মিংহ্যাম: টেস্টের ইতিহাসে প্রথম বার নয়, তবে তাঁর কেরিয়ারে প্রথম। টেস্ট কেরিয়ারে অনন্য নজির গড়লেন অজি ওপেনার উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে এই নজির ছিল কিম হিউজের। ১৯৮০ সালে অ্যাসেজ সিরিজেই টেস্টের পাঁচ দিনই ব্যাট করার নজির গড়েছিলেন হিউজ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচদিনই ব্যাট করার নজির খোয়াজার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এজবাস্টনে চলছে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে অবাক করেছিলেন শেষ বেলায়। দ্বিতীয় নতুন বল নেওয়া যায় ৮০ ওভারের পর। ৭৮ ওভার শেষে ইনিংস ডিক্লেয়ার করেন বেন স্টোকস। বাজবল স্টাইলে খেলে ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান করেছিল ইংল্যান্ড। প্রথম দিন ৪ ওভার ব্যাট করেছিল অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খোয়াজা ম্যাচের প্রথম দিন যেমন নেমেছিলেন তেমনই দ্বিতীয় দিনও। এমনকি সেঞ্চুরি করে ক্রিজে ছিলেন তিনি। তৃতীয় দিন দেড়শো রানের সামনে থেকে ফেরেন উসমান খোয়াজা।

এজবাস্টন টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু হয়। ৩০ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া। লক্ষ্য ছিল ২৮১ রান। দিনের শেষে নাইটওয়াচম্যান স্কট বোলান্ডকে নিয়ে অপরাজিত ছিলেন উসমান খোয়াজা। পঞ্চম দিন বৃষ্টির কারণে প্রথম সেশন ভেস্তে যায়। অবশেষে বৃষ্টি থামলে খেলা শুরু হয়। ম্যাচের শেষ দিনও ব্যাট হাতে নজর কাড়েন অজি ওপেনার। সব মিলিয়ে পাঁচ দিনই ব্যাট করলেন খোয়াজা।

বিশ্বের ত্রয়োদশ ব্যাটার হিসেবে পাঁচ দিনের টেস্টে সব দিনই ব্যাট করার নজির। ভারতের তিন জন ব্যাটারের এই নজির রয়েছে। এর মধ্যে দুটি ক্ষেত্রে হয়েছে কলকাতায়। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ দিনই ব্যাট করেছিলেন ভারতের এমএল জয়সিমা। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ দিনই ব্যাট করেছিলেন রবি শাস্ত্রী। ২০১৭ সালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঁচ দিনই ব্যাট করেছিলেন চেতেশ্বর পূজারা।

Next Article