PAK vs ENG: সল্ট ঝড়ে ম্লান বাবরের রেকর্ড, আট উইকেটে হার পাকিস্তানের

সাত ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ রবিবার। সেদিনের ম্যাচের ফলাফল সিরিজের ফয়সালা করবে। সিরিজ এখন ৩-৩ ব্যবধানে দাঁড়িয়ে।

PAK vs ENG: সল্ট ঝড়ে ম্লান বাবরের রেকর্ড, আট উইকেটে হার পাকিস্তানের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2022 | 7:46 AM

লাহোর: দ্রুততম ব্যাটার হিসেবে টি-২০ ফরম্যাটে (T20 Series) তিনহাজার রানের রেকর্ড গড়ে বিরাট কোহলিকে (Virat Kohli) ছুঁয়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুক্রবার লাহোরে ছিল ইংল্যান্ড-পাকিস্তান ষষ্ঠ টি-২০ ম্যাচ। এদিন জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলতে পারতেন বাবররা (Babar Azam)। সেই আশায় বাধা হলেন ফিল সল্ট। তাঁর বিধ্বংসী ইনিংসে ইংল্যান্ড আট উইকেটে জিতে নিল ম্যাচ। সাত ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ রবিবার। সেদিনের ম্যাচের ফলাফল সিরিজের ফয়সালা করবে।

এদিন পাকিস্তানের হয়ে ৫৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন বাবর। ইংরেজদের সামনে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে পাকিস্তান। জবাবে ৩৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সফরকারী টিম। ৪১ বলে অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংস সল্টের। তাঁর ১৩টি চার ও ৩টি ছক্কায় রীতিমতো বেসামাল পাকিস্তানিরা। সিরিজ এখন ৩-৩ ব্যবধানে রয়েছে। লাহোরে প্রথমে ব্যাট করতে নেমে ঠিকঠাক সঙ্গ পাচ্ছিলেন না অধিনায়ক বাবর আজম। তারই মধ্যে আগাগোড়া ব্যাট করে দলকে লড়াই করার মতো রান তুলে দেন। ৮৭ রানের ইনিংস খেলে দ্রুততম ৩ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন।

টি-২০তে ১৭০ রানের টার্গেট নেহাত মন্দ নয়। তবে ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেই লক্ষ্যটাও স্বল্প। বাউন্ডারি হাঁকিয়ে রান তাড়া শুরু করেন সল্ট। মারমুখী মেজাজে ৭ ওভারেই দলকে তিন অঙ্কের রানে পৌঁছে দেন। ৩৩ বল হাত রেখে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।বাবরের রেকর্ড ম্লান করে দিয়ে সল্ট ঝড়ে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। রবিবার সিরিজের শেষ ম্যাচটিই অলিখিত ফাইনাল।