ENG Vs AFG, T20 Highlights: বিশ্বকাপ যাত্রায় আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারাল ইংল্যান্ড
England Vs Afghanistan, T20 world Cup 2022 Live Score Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

পারথ: পারথে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আফগানিস্তান। টি-২০ ফরম্যাটে দুটি টিমের খুব কমই খেলেছে। এই ম্যাচের আগে পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল ইংল্যান্ড। এখনও পর্যন্ত এই দুটি টিমের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে তৈরি দুটি টিম চাইছিল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। তাতে সফল ইংল্যান্ড। আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট স্যাম কারানের। টি-২০তে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে পারল না আফগানিস্তান।
Key Events
আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে শুভ সূচনা ইংল্যান্ডের।
ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টি-২০ ফরম্যাটে পাঁচ উইকেট নিলেন স্যাম কারান।
LIVE Cricket Score & Updates
-
একনজরে আজকের ম্যাচ
- টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।
- প্রথমে ব্যাট করে ১১২ রান তোলে আফগানিস্তান।
- সর্বোচ্চ ৩২ রান ইব্রাহিম জাদরানের।
- স্যাম কারান নেন পাঁচ উইকেট।
- ইংল্যান্ড বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০তে প্রথম পাঁচ উইকেট।
- সর্বাধিক ২৯ রান লিয়াম লিভিংস্টোনের।
- পাঁচ উইকেটে ম্যাচ জিতেছে ইংল্যান্ড।
-
জিতল ইংল্যান্ড
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে শুভ সূচনা ইংরেজদের। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে প্রথম জয় জস বাটলারের। ১৮.১ ওভারে ৫ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংরেজরা।
-
-
১০০ পার করল ইংল্যান্ড
১০০-র গণ্ডি পার করল ইংল্যান্ড। ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০০। জিততে আর মাত্র ১২ রান দরকার।
-
পঞ্চম উইকেটের পতন
হ্যারি ব্রুককে আউট করলেন রশিদ খান। ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন। জয়ের জন্য ২৫ বলে ১৪ রান প্রয়োজন ইংল্যান্ডের।
-
মালানকে ফেরালেন মুজিব
মালানকে ফেরালেন ডান হাতি স্পিনার মুজিব উর রহমান। ৪ উইকেট পতন ইংল্যান্ডের। ১৪ ওভার শেষে ৮১ রান ইংল্যান্ডের। আফগানিস্তানকে ম্যাচে ফেরাচ্ছেন বোলাররা। জয়ের জন্য ৩৬ বলে ৩২ রান প্রয়োজন।
-
-
ইংল্যান্ডের মন্থর ব্যাটিং
১৩ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৭৬ রান ইংল্যান্ডের। জয়ের জন্য ৪৪ বলে ৩৮ রান প্রয়োজন বাটলারদের।
-
তৃতীয় উইকেট ইংল্যান্ডের
পরপর উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। স্টোকসকে ফেরালেন মহম্মদ নবী। ৪ বলে ২ রান স্টোকসের। ইংল্যান্ডের রানের গতি মন্থর।
-
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬২ রান ইংল্যান্ডের।
-
ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন
দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড। ফরিদ আহমেদের বলে ফিরলেন অ্যালেক্স হেলস। ২০ বলে ১৯ রান। নতুন ব্যাটার বেন স্টোকস।
-
ইংল্যান্ডের ৫০ পার
৫০ রানের গণ্ডি পার করল ইংল্য়ান্ড। ৮ ওভারে ১ উইকেট খুইয়ে ৫০ রান তুলেছে তারা।
-
আউট বাটলার
প্রথম উইকেট হারাল ইংল্যান্ড। ৫.২ ওভারে জস বাটলারকে (১৮) ফেরালেন ফজল হক ফারুকী। নতুন ব্যাটার মালান। ইংল্যান্ডের স্কোর ৩৮/১।
-
রান তাড়ায় নামল ইংল্যান্ড
রান তাড়া করতে নামলেন জস বাটলার এবং অ্যালেক্স হেলস।
-
ইংল্যান্ডের সামনে সহজ লক্ষ্য
টেনেটুনে ১১২ রান তুলল আফগানিস্তান। স্যাম কারান, বেন স্টোকসের দাপটে শেষ ওভার পর্যন্ত লড়াই চালালেও আফগানদের ইনিংসে গতি আসেনি। ১৯.৪ ওভারে ১১২ রান তুলেছে। ইংল্যান্ডের সামনে সহজ লক্ষ্য।
-
স্যাম কারানের পঞ্চবাণ
২০২২ টি-২০ বিশ্বকাপের প্রথম পাঁচ উইকেট। সুপার ১২ পর্বের দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট বাঁ হাতি মিডিয়াম পেসার স্যাম কারানের।
-
আফগানদের অষ্টম উইকেট
ক্রিস ওকসের বলে মুজিব উর রহমানের উইকেট পতন। আফগানরা হারাল অষ্টম উইকেট।
-
আউট রশিদ
১৭তম ওভারের শেষ বলে রশিদ খানের উইকেট নিলেন কারান। শূন্য রানে ফিরলেন রশিদ। আফগানদের সপ্তম উইকেটের পতন।
-
ষষ্ঠ উইকেটের পতন
আজমতুল্লা ওমরজাইয়ের উইকেট নিলেন স্যাম কারান। স্টোকসের ক্যাচ। ৬ বলে ৮ রান।
-
১০০ পার আফগানিস্তানের
ধুঁকতে ধুঁকতে ১০০-র গণ্ডি ছুঁল আফগানিস্তান।
-
ফিরলেন নবী
অধিনায়ক মহম্মদ নবীও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। মার্ক উড ফেরালেন আফগানদের অধিনায়ককে। দারুণ ক্যাচ জস বাটলারের। ৫ বলে ৩ রান নবীর। ১৫.৪ ওভারে ৯৫ রান আফগানদের।
-
স্টোকসের দ্বিতীয় উইকেট
বেন স্টোকসের দ্বিতীয় উইকেট। আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নাজিবুল্লা জাদরান (১৩) ।
-
তৃতীয় উইকেটের পতন
আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন। স্যাম কারানের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ইব্রাহিম জাদরান (৩২)। ১২ ওভার শেষে ৬৫ রান আফগানদের ঝুলিতে।
-
আফগানিস্তানের অর্ধশতরান
১০ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে আফগানদের ঝুলিতে ৫৫ রান। ইব্রাহিম জাদরান ২৯ এবং উসমান ঘনির ৬ রান।
-
দ্বিতীয় উইকেট হারাল আফগানরা
আফগানিস্তানের দ্বিতীয় উইকেট পড়ল। স্টোকসের বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জাজাই। আফগানিস্তান ৩৬/২।
-
প্রথম পাওয়ার প্লে শেষ
প্রথম পাওয়ার প্লে ওভার শেষ। আফগানিস্তান এক উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান। ক্রিজে হজরতুল্লা জাজাই এবং ইব্রাহিম জাদরান।
-
প্রথম উইকেট হারাল আফগানিস্তান
মার্ক উড এসেই প্রথম উইকেট তুলে নিলেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রহমনুল্লা গুরবাজ (১০)।
-
শুরু হল ম্যাচ
শুরু হল সুপার ১২ পর্বের ইংল্যান্ড বনাম আফগানিস্তান দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তানের হয়ে ইনিংসের সূচনায় নামলেন হজরতুল্লা জাজাই এবং রহমনুল্লা গুরবাজ। বোলিংয়ের সূচনায় বেন স্টোকস।
-
ইংল্যান্ডের একাদশ
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
Our XI to kick off our World Cup campaign! ???
We win the toss and bowl ⚪#T20WorldCup | #England
— England Cricket (@englandcricket) October 22, 2022
-
আফগানিস্তানের একাদশ
হজরতুল্লা জাজাই, রহমনুল্লা গুরবাজ, নাজিবুল্লা জাদরান, ইব্রাহিম জাদরান, উসমান ঘনি, মহম্মদ নবি, আজমতুল্লা ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ফারিদ আহমেদ।
-
টস আপডেট
টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অধিনায়ক জস বাটলার।
-
তৈরি আফগানরাও
প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। মাঠে নামার আগে অপ্টাস স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে কী বললেন রশিদ খানরা। শুনে নিন—
?: AfghanAtalan are ready for their opening game at the ICC Men’s @T20WorldCup 2022 against @englandcricket. #AfghanAtalan | #T20WC2022 | #SuperCola pic.twitter.com/4yUJmU9yk3
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 22, 2022
-
মাঠে নামতে প্রস্তুত ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপে অভিযান শুরুর জন্য প্রস্তুত ইংল্যান্ড।
Changing room ➡ The middle
All set for our opener in Perth ?#T20WorldCup | #England pic.twitter.com/F8DntYAGdk
— England Cricket (@englandcricket) October 21, 2022
Published On - Oct 22,2022 3:30 PM
