END vs AFG, Live Streaming: ইংল্যান্ডের সামনে আফগানদের বড় পরীক্ষা, কবে কোথায় দেখবেন ম্যাচটি?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 15, 2023 | 12:45 AM

England vs Afghanistan, ICC world Cup 2023 Live Match Score: অন্যদিকে টানা ২ ম্যাচে জয় পেয়ে অনেকটাই স্বস্তিতে থ্রি লায়ন্সরা। পরবর্তী ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের সামনে মাথা তুলে দাঁড়ানোর লড়াই জারি থাকবে হসমাতুল্লাদের। এই ম্যাচেও জয় না পেলে চাপে পড়বে আফগানিস্তান।

END vs AFG, Live Streaming: ইংল্যান্ডের সামনে আফগানদের বড় পরীক্ষা, কবে কোথায় দেখবেন ম্যাচটি?
ইংল্যান্ড বনাম আফগানিস্তান

Follow Us

আমেদাবাদ: এক কথায় জমে উঠেছে এ বারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। ১২ বছর পর ভারতের মাটিতে বিশ্বকাপ, বাড়তি উন্মাদনা তো রয়েছেই। শনিবার, ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। কাল, অর্থাৎ ১৫ অক্টোবর পরীক্ষা আফগানিস্তান ও ইংল্য়ান্ডের। আফগানিস্তানের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ। এ বারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভাল হয়নি আফগানদের। প্রথমে বাংলাদেশ ও পরে ভারতের কাছে হেরে চিন্তায় আফগান শিবির। অন্যদিকে ২ ম্য়াচ খেলে একটিকে জিতে আফগানদের থেকে খানিকটা স্বস্তিতে থ্রি লায়ন্সরা। পরবর্তী ম্যাচে অপেক্ষাকৃতশক্তিশালী ইংল্যান্ডের সামনে মাথা তুলে দাঁড়ানোর লড়াই জারি থাকবে হসমাতুল্লাদের। এই ম্যাচেও জয় না পেলে চাপে পড়বে আফগানিস্তান। এ বার জস বাটলারদের সামনে কেমন হয় আফগানদের ইনিংস সেটাই এখন দেখার। কবে, কোথায় এবং কীভাবে দেখবেন এই ম্যাচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি কবে হবে?

ইংল্যান্ড বনাম আফগানিস্তান হবে রবিবার অর্থাৎ ১৫ অক্টোবর।

ইংল্যান্ড বনাম আফগানিস্তান কোথায় হবে?

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটি কখন শুরু হবে?

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটি শুরু হবে দুপুর ২ টোয়।

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটির টস কখন হবে?

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটির টস হবে দুপুর ১.৩০ টায়।

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটি কোথায় দেখতে পাবেন?

ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি এই ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্য়াচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।

Next Article