ENG vs NED, ICC World Cup 2023 Highlights: টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ইংল্যান্ড

| Edited By: | Updated on: Nov 08, 2023 | 10:18 PM

England vs Netherlands, ICC world Cup 2023 Live Score Updates: ওডিআই বিশ্বকাপে আজ বুধবার পুনেতে মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড এবং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। দুই দলের কাছেই সেমিফাইনালে ওঠার সুযোগ নেই। অবশ্য আজকের ম্যাচ জিততে চায় ২টি দলই। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

ENG vs NED, ICC World Cup 2023 Highlights: টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ইংল্যান্ড
বিশ্বকাপের মঞ্চে আজ ইউরোপিয়ান দ্বৈরথImage Credit source: Graphics - TV9Bangla

পুনে: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) মঞ্চে আজ ছিল ইউরোপিয়ান দ্বৈরথ। পুনেতে মুখোমুখি হয়েছিল জস বাটলারের ইংল্যান্ড (England) ও স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস (Netherlands)। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এ বারের বিশ্বকাপ শুরু হয়েছিল হার দিয়ে। পরের ম্যাচেই জয়। এরপর টানা পাঁচটি হার। অবশেষে জয়ে ফিরল ইংল্যান্ড। পুনেতে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে হারাল তারা। বেন স্টোকসের সেঞ্চুরি এবং ওকস-মালানের হাফসেঞ্চুরিতে বড় রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। প্রতিপক্ষ ডাচদের মাত্র ১৭৯ রানেই অলআউট করে। এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের সম্ভাবনা উজ্জ্বল হল ইংল্যান্ডের।এই ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Nov 2023 09:30 PM (IST)

    ICC World Cup: চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনা!

    জয়ে ফিরল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনাও উজ্জ্বল হল তাদের। নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারাল ইংল্যান্ড। বিস্তারিত পড়ুন : স্টোকস-ওকসে হাসি ফুটল, টানা পাঁচ হারের পর জয় ইংল্যান্ডের

  • 08 Nov 2023 08:56 PM (IST)

    ICC World Cup: হারের ব্যবধান কমানোয় নজর!

    বোর্ডে বিশাল লক্ষ্য। পড়ছে উইকেট। নেদারল্যান্ডস অবশ্য অ্যাটাকিং ক্রিকেট থেকে সরেনি। বিধ্বংসী ব্যাটিংয়ে হারের ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য নেট রান রেট ঠিক রাখা।

  • 08 Nov 2023 07:11 PM (IST)

    ICC World Cup: ডাচদের পাওয়ার প্লে শেষ

    • নেদারল্যান্ডসের পাওয়ার প্লে শেষ
    • প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে ডাচরা
    • বাকি ৪০ ওভারে নেদারল্যান্ডসকে তুলতে হবে ৩১৭ রান
    • ক্রিজে সিব্র্যান্ড ও ওয়েসলি
  • 08 Nov 2023 06:54 PM (IST)

    ICC World Cup: ৬ ওভারের মধ্যে জোড়া উইকেট হারিয়েছে ডাচরা

    রান তাড়া করায় ৬ ওভারের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলেছেন ডাচরা। ৪.৫ ওভারের ম্যাক্স ও’ডডকে ফেরালেন ক্রিস ওকস। আর ৫.৪ ওভারে কলিন অ্যাকারম্যানের উইকেট তুলে নিলেন ডেভিড উইলি।

  • 08 Nov 2023 06:23 PM (IST)

    ICC World Cup: রান তাড়ায় নামল ডাচরা

    টার্গেট ৩৪০। রান তাড়া করতে নামল ডাচরা। ওপেনিংয়ে ম্যাক্স ও’ডড ও ওয়েসলি বারেসি।

  • 08 Nov 2023 05:52 PM (IST)

    ICC World Cup: ইংল্যান্ড থামল ৩৩৯ রানে

    নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রানে থামল ইংল্যান্ড।

  • 08 Nov 2023 05:49 PM (IST)

    ICC World Cup: স্টোকস আউট

    বেন স্টোকসের উইকেট তুলে নিলেন লোগান ভ্যান বিক। ৮৪ বলে ১০৮ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

  • 08 Nov 2023 05:42 PM (IST)

    ICC World Cup: হাফসেঞ্চুরির পর আউট ওকস

    বাস ডি’লিড তুলে নিলেন ক্রিস ওকসের উইকেট। হাফসেঞ্চুরির পরই মাঠ ছাড়তে হল ওকসকে।

  • 08 Nov 2023 05:38 PM (IST)

    ICC World Cup: স্টোকসের সেঞ্চুরি

    রিভার্স সুইপে চার মেরে শতরানে বেন স্টোকস। ৭৮ বলে সেঞ্চুরি ইংল্যান্ডের অলরাউন্ডারের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের।

  • 08 Nov 2023 05:04 PM (IST)

    ICC World Cup: স্টোকসের হাফসেঞ্চুরি

    ডাচদের বিরুদ্ধে অর্শতরান করলেন বেন স্টোকস। ছয় মেরে অর্ধশতরান পূর্ণ করলেন স্টোকস। ৫৮ বলে হাফসেঞ্চুরি ইংল্যান্ডের অলরাউন্ডারের।

  • 08 Nov 2023 04:33 PM (IST)

    ICC World Cup: ইংল্যান্ডের ইনিংসের ১৫ ওভারের খেলা বাকি

    • ইংল্যান্ডের ইনিংসের ৩৫ ওভারের খেলা শেষ
    • এর মধ্যে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে ইংল্যান্ড
    • বাকি ১৫ ওভারে ইংল্যান্ড কত রান তুলতে পারে সেটাই দেখার
  • 08 Nov 2023 03:56 PM (IST)

    ICC World Cup: ব্রুককে ফেরালেন ডি’লিড

    চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। হ্যারি ব্রুককে ফেরালেন বাস ডি’লিড। ১৬ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডি’লিড।

  • 08 Nov 2023 03:43 PM (IST)

    ICC World Cup: রান আউট মালান

    রান আউট হয়ে মাঠ ছাড়লেন ডেভিড মালান। ৮৭ রানের ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়লেন মালান।

  • 08 Nov 2023 03:29 PM (IST)

    ICC World Cup: রুট আউট

    লোগান ভ্যান বিক তুলে নিলেন জো রুটের উইকেট। ৩৫ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন জো রুট।

  • 08 Nov 2023 03:25 PM (IST)

    ICC World Cup: ২০ ওভারে ইংল্যান্ড ১৩২/১

    • ইংল্যান্ডের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ
    • এই ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে ইংল্যান্ড
    • ৬৯ বলে ৮৪ রানে রয়েছেন ডেভিড মালান
    • জো রুট রয়েছেন ২৮
  • 08 Nov 2023 02:40 PM (IST)

    ICC World Cup: মালানের হাফসেঞ্চুরি

    ৩৬ বলে অর্ধশতরানে পৌঁছলেন ডেভিড মালান। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৬৯।

  • 08 Nov 2023 02:32 PM (IST)

    ICC World Cup: বেয়ারস্টো আউট

    জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন আর্য দত্ত। ১৭ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের ওপেনার।

  • 08 Nov 2023 02:21 PM (IST)

    ICC World Cup: ইংল্যান্ডের ৫ ওভারের খেলা শেষ

    • ডাচদের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছেন ইংল্যান্ডের ওপেনাররা
    • শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ৪২ রান
    • ক্রিজে ডেভিড মালান ও জনি বেয়ারস্টো
  • 08 Nov 2023 02:00 PM (IST)

    ICC World Cup: ইংল্যান্ডের ইনিংস শুরু

    ডাচদের বিরুদ্ধে ইংল্যান্ডের ইনিংস শুরু। ওপেনিংয়ে জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

  • 08 Nov 2023 01:46 PM (IST)

    ICC World Cup: ইংলিশ ব্রিগেডের একাদশ

    ডাচদের বিরুদ্ধে যে একাদশ নিয়ে নামছে ইংল্যান্ড —

  • 08 Nov 2023 01:45 PM (IST)

    ICC World Cup: ডাচদের একাদশ

    দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ডাচদের একাদশ —

  • 08 Nov 2023 01:33 PM (IST)

    ICC World Cup: টস আপডেট

    ডাচদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

  • 08 Nov 2023 01:15 PM (IST)

    ICC World Cup: ম্যাচের আগে চোখ বুলিয়ে নিন প্রিভিউতে…

    England vs Netherlands ICC world Cup 2023: এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা নেদারল্যান্ডস শুরুতে দারুণ সম্ভাবনা দেখিয়েছিল। দক্ষিণ আফ্রিকার মতো বিধ্বংসী দলকে হারিয়েছে তারা। আরও একটা ম্যাচ জিতেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে। ইংল্যান্ডের তুলনায় কিছুটা হলেও আত্মবিশ্বাসে এগিয়ে থাকতেই পারে ডাচরা। ২০১১ বিশ্বকাপে ভারতের মাটিতেই খেলেছিল তারা। সে-বার একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি নেদারল্যান্ডস। এবার অন্তত দুটি ম্যাচ জয়ের গর্ব নিয়ে ফিরতে পারবে।

    পড়ুন বিস্তারিত – ENG vs NED ICC WC Match Preview: বিশ্বকাপের ‘ইউরোপিয়ান’ দ্বৈরথে ‘উঠে দাঁড়ানোর’ লক্ষ্যে ইংল্যান্ড

  • 08 Nov 2023 01:04 PM (IST)

    ICC World Cup: পয়েন্ট টেবলে ২ দল কোথায়?

    চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে নেদারল্যান্ডস এবং ১০ নম্বরে অর্থাৎ সবচেয়ে শেষে রয়েছে ইংল্যান্ড।

  • 08 Nov 2023 01:02 PM (IST)

    ICC World Cup: আজ বিশ্বকাপে মুখোমুখি ENG-NED

    আজ দুপুর ২টো নাগাদ পুনেতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।

Published On - Nov 08,2023 1:00 PM

Follow Us: