England vs Sri Lanka Highlights, T20 World Cup 2021: টানা চার ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত পাকা ইংল্যান্ডের

| Edited By: | Updated on: Nov 01, 2021 | 11:24 PM

England vs Sri Lanka Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ড (England) ও শ্রীলঙ্কা (Sri Lanka) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

England vs Sri Lanka Highlights, T20 World Cup 2021: টানা চার ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত পাকা ইংল্যান্ডের
মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা

শারজা : চলতি বিশ্বকাপের দুরন্ত ছন্দ শারজাতেও ধরে রাখল ইংল্যান্ড (England)। টানা চারটি ম্যাচ জিতে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করল মর্গ্যানের (Eoin Morgan) দল। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে শেষ করেছিলেন ক্রিস ওকসরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকেও হারিয়ে ছিলেন বাটলাররা (Jos Buttler)। এরপর ইংল্যান্ডের দাপটে হাওয়া অস্ট্রেলিয়া। সেমিফাইনালের পথে অনেকটা পা বাড়িয়ে রাখা মইন আলিরা শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারালেন রানে। জয়ের নায়ক জস বাটলার। অপরাজিত ১০১ রানের ইনিংস জস বাটলারের। এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান থ্রি লায়ন্সদের। ৪০ রানের ইনিংস খেলে ফর্মে ফিরলেন ইংল্যান্ড অধিনায়াক মর্গ্যান। হারলেই টুর্নামেন্ট শেষ। জানতেন শ্রীলঙ্কার ব্যাটাররা। কিন্তু শিশির কাজে লাগিয়ে ব্যাটিং করার সুযোগ পেলেও ইংল্যান্ডকে বেগ দিতে পারল না লঙ্কা ব্রিগেড। প্রথম ওভার থেকেই উইকেট হারানো শুরু। ১২ ওভারে অর্ধেক দল প্যাভেলিয়ানে। শেষে অধিনায়াক সনাকা ও হাসারাঙ্গা কিছুটা চেষ্টা করলেন, কিন্তু ম্যাচ জেতাতে পারলেন না। ১৯ তম ওভারে ১৩৭ রানে অল আউট শ্রীলঙ্কা। টানা ৪ ম্যাচে জিতে ৮ পয়েন্ট ইংল্যান্ডের। সঙ্গে সেমিফাইনালের টিকিট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 01 Nov 2021 11:14 PM (IST)

    অল আউট শ্রীলঙ্কা ১৩৭ (১৯)

    ১৯ ওভার অল আউট শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে ১৩৭ রান। ২৬ রানে ম্যাচ জয় ইংল্যান্ডের।

  • 01 Nov 2021 11:05 PM (IST)

    শ্রীলঙ্কা ১১৩/৮ (১৮)

    ১৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান শ্রীলঙ্কার। ১২ বলে ম্যাচ জিতেত চাই ৩০ রান।

  • 01 Nov 2021 10:44 PM (IST)

    শ্রীলঙ্কা ১১৩/৫ (১৫)

    ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান শ্রীলঙ্কার। ৩০ বলে ম্যাচ জিতেত চাই ৫১ রান। লড়াই চালাচ্ছেন সনকা ও হাসারাঙ্গা।

  • 01 Nov 2021 10:14 PM (IST)

    শ্রীলঙ্কা ৬৬/৪ (১০)

    ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান শ্রীলঙ্কার। ৬০ বলে ম্যাচ জিততে চাই ৯৮ রান।

  • 01 Nov 2021 09:52 PM (IST)

    শ্রীলঙ্কা ৪০/৩ (৬)

    পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান শ্রীলঙ্কার

  • 01 Nov 2021 09:38 PM (IST)

    শ্রীলঙ্কা ২৪/১ (৩)

    তিন ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান শ্রীলঙ্কার

  • 01 Nov 2021 09:16 PM (IST)

    ইংল্যান্ড ১৬৩/৪ (২০)

    ২০ ওভারে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান ইংল্যান্ডের। এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি জস বাটলারের।

  • 01 Nov 2021 08:48 PM (IST)

    ইংল্যান্ড ১০৫/৩ (১৫)

    ইংল্যান্ড ইনিংসে বাকি আর ৩০ বল। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান ইংল্যান্ডের

  • 01 Nov 2021 08:21 PM (IST)

    ইংল্যান্ড ৪৭/৩ (১০)

    ইংল্যান্ড ইনিংসের প্রথম ১০ ওভার শেষ। ৬০ বলে তিন উইকেট হারিয়ে মাত্র ৪৭ রান বাটলারদের

  • 01 Nov 2021 08:02 PM (IST)

    ইংল্যান্ড ৩৬/৩ (৬)

    পাওয়ার প্লেতে লঙ্কার বোলারদরে সামনে চাপে ইংল্যান্ড। ৬ ওভার শেষে ইংল্যান্ডের রান  ৩৬/৩

  • 01 Nov 2021 07:35 PM (IST)

    ইংল্যান্ড ১২/০ (১)

    প্রথম ওভার শেষে ১২  রান ইংল্যান্ডের। ব্রিটিশদের হয়ে ওপেন করছেন জেসন রয় ও জস বাটলার।

  • 01 Nov 2021 07:03 PM (IST)

    টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

    ইংল্যান্ড- শ্রীলঙ্কা ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার অধিনায়ক সনকার।

Published On - Nov 01,2021 6:53 PM

Follow Us: