Joe Root: অল্পের জন্য মিস সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি, লারাকে ছাপিয়ে গেলেন জো রুট

Jul 27, 2024 | 7:36 PM

England vs West Indies: টেস্ট ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। এ দিন টেস্টে ১২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান রুট। শুধু তাই নয়, রানের নিরিখে কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাপিয়ে যান। ব্রায়ান লারা টেস্টে করেছেন ১১,৯৫৩ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৪তম ওভারেই লারাকে ছাপিয়ে যান জো রুট।

Joe Root: অল্পের জন্য মিস সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি, লারাকে ছাপিয়ে গেলেন জো রুট
Image Credit source: X

Follow Us

আর হয়তো কয়েকটা টেস্ট। ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী হওয়া সময়ের অপেক্ষা জো রুটের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম দু-ম্যাচের মধ্যে একটি করে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি ছিল। তৃতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতে ছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৮২ রান। জবাবে দ্রুতই পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জো রুট ও ক্যাপ্টেন বেন স্টোকস। হাফসেঞ্চুরির পর ফেরেন বেন স্টোকসও (৫৪)। তবে ছন্দ বজায় রুটের। এজবাস্টনে রেকর্ড ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের।

টেস্ট ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। এ দিন টেস্টে ১২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান রুট। শুধু তাই নয়, রানের নিরিখে কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাপিয়ে যান। ব্রায়ান লারা টেস্টে করেছেন ১১,৯৫৩ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৪তম ওভারেই লারাকে ছাপিয়ে যান জো রুট। তৃতীয় টেস্টে ৬০ রানের সঙ্গেই ১২ হাজারের মাইলফলকে। দ্বিতীয় দ্রুততম হিসেবে ১২ হাজারের মাইলফলকে রুট। দ্রুততম ১২ হাজারের নজির রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারার।

বেন স্টোকস আউট হওয়ার পর অবশ্য কিছুটা সামলে খেলতে হয় রুটকে। উল্টো দিকে জেমি স্মিথ পরিচিত বাজ়বলই খেলছিলেন। ড্রিঙ্কস ব্রেকে ১২০ বলে ৮৪ রানে ব্যাট করছিলেন রুট। কেরিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে অ্যালেস্টার কুককে ছোঁয়ার অপেক্ষা ছিল জো রুটের। তবে বাঁ হাতি স্পিনার গুডাকেশ মোতির বলে ১৩ রান দূরেই ফিরলেন। ১২৪ বলে ৮৭ রানে ফেরেন রুট।

Next Article