কলকাতা: এ বার টিম ইন্ডিয়ার ‘লঙ্কাকাণ্ড’ রচনা হবে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাত ধরে। আজ, ২৭ জুলাই ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগ শুরু হল। কোচ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ঘিরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রচুর আগ্রহ। গম্ভীর ও সূর্যর উপর অনেক প্রত্যাশা রয়েছে। তাঁরাও ভালো মতোই সেটা জানেন। ক্যাপ্টেন স্কাই নিজেকে সফল নেতা প্রমাণ করতে চাইবেন। ভারতের টি-২০ ক্রিকেটে রোহিত-বিরাট যুগ শেষ হয়ে গিয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার ক্রিকেট খেলার ধরণ বদলাবে না বলেই জানিয়েছেন সূর্য। লঙ্কানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রিঙ্কু সিং নাকি শিবম দুবে? উইকেটকিপারের দায়িত্বে ঋষভ পন্থ নাকি সঞ্জু স্যামসনকে দেখা যাবে? এই নিয়ে আলোচনা কম ছিল না। পাল্লেকেলে টস হতেই বোঝা গেল গম্ভীরের আস্থা রিঙ্কুতেই।
টস জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চরিথ আসালঙ্কা বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। পিচ ভালো দেখাচ্ছে। এ বার দেখা যায় ম্যাচ কেমন হয়। আমি দলের প্রত্যেক প্লেয়ারকে আলাদা আলাদা ভূমিকা দিকে চাই। আমরা ৬-৫ কম্বিনেশনে (৬ জন ব্যাটার, ৫ জন বোলার) খেলব। তাই আমরা ৫ বোলারে যাচ্ছি।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে সূর্যকুমার যাদব বলেন, ‘পিচ তো ভালোই দেখাচ্ছে। প্রথমে ব্যাটিং করায় কোনও সমস্যা নেই। আমরা যে ধরণের আগ্রাসী ক্রিকেট খেলতাম, সেটাই খেলব। আমার ও গৌতম গম্ভীরের সম্পর্কটা অনেক বছরের পুরনো ও স্পেশাল।’ এরপরই স্কাই জানান, শিবম দুবে, সঞ্জু স্যামসন, খলিল আহমেদ ও ওয়াশিংটন সুন্দর প্রথম টি-২০ ম্যাচে নেই।
ভারতের একাদশ: শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার একাদশ: চরিত আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্ক, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহেশ থিকসানা, মাতিসা পাথিরানা, অসিত ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা।