IPL 2025: ভারতীয় বোর্ডের নিয়মে বদল…বেন স্টোকসের IPL কেরিয়ারে ইতি!

Nov 06, 2024 | 4:56 PM

IPL 2025 Mega Auction: এ বারের মেগা অকশনে নাম নথিভূক্ত করেননি ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যে কারণে, তাঁর আইপিএল কেরিয়ার শেষও হয়ে যেতে পারে। সৌজন্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিবর্তিত নিয়ম।

IPL 2025: ভারতীয় বোর্ডের নিয়মে বদল...বেন স্টোকসের IPL কেরিয়ারে ইতি!
Image Credit source: PTI FILE

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে উঠতে চলেছেন ১৫৭৪ ক্রিকেটার। তালিকায় নেই বেন স্টোকস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে কার্যত নিয়মিত বলা যায়। দীর্ঘ সময় খেলেছেন। রাইসিং পুনে সুপার জায়ান্ট, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসে নজরও কেড়েছেন। কিন্তু এ বারের মেগা অকশনে নাম নথিভূক্ত করেননি ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যে কারণে, তাঁর আইপিএল কেরিয়ার শেষও হয়ে যেতে পারে। সৌজন্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিবর্তিত নিয়ম।

এ বারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ, ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজ। এ বছর ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। দু-মাস মাঠের বাইরে ছিলেন। সে কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝুঁকি নিতে চান না। কিন্তু এতে আইপিএল কেরিয়ারে ক্ষতি হতে পারে বেন স্টোকসের।

আইপিএলের নিয়মে এ বার বেশ কিছু বদল হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে কোনও প্লেয়ার নথিভুক্ত না করালে এরপর মিনি অকশনেও নাম দিতে পারবেন না তিনি। এই নিয়মের বদলের কারণও রয়েছে। অতীতে দেখা গিয়েছে, মেগা অকশনে অনেক প্লেয়ারই নাম দেন না। কারণ, মিনি অকশনে সামান্য কিছু স্লট থাকে, টাকার বৃষ্টি বেশি হয়। গত মিনি অকশনে যেমন মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স!

তা হলে কি বেন স্টোকসের কেরিয়ারে ইতি? এই নিয়ম অনুযায়ী পরবর্তী মেগা অকশনের আগে তিনি আর খেলতে পারবেন না। তবে নিয়মে এটাও রয়েছে, কোনও প্লেয়ার যদি সত্যিই গুরুতর চোটের কারণে সরে দাঁড়ান সংশ্লিষ্ট বোর্ডকে তা নিশ্চিত করতে হবে। ফলে পরবর্তী মিনি অকশনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যদি এমন কিছু লিখিত দেয়, সে ক্ষেত্রে স্টোকসের সুযোগ থাকবেই।

Next Article