Rohit Sharma: রোহিত শর্মার ক্যাপ্টেন্সি মন্ত্র… বিশ্বকাপের আগে কী বলছেন হিটম্যান?

May 29, 2024 | 10:55 PM

ICC MEN’S T20 WC 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেন হিসেবে এশীয় স্তরেও ভারতকে ট্রফি দিয়েছেন। যদিও আইসিসি টুর্নামেন্টে তাঁর হাত ধরেও ট্রফি খরা কাটেনি। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হতাশা মিটবে, আশায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রোহিতের নেতৃত্বকে সকলেই প্রশংসায় ভরিয়ে দেন। কী তাঁর নেতৃত্বের মন্ত্র?

Rohit Sharma: রোহিত শর্মার ক্যাপ্টেন্সি মন্ত্র... বিশ্বকাপের আগে কী বলছেন হিটম্যান?
Image Credit source: ICC

Follow Us

অপেক্ষার প্রহর শেষের পথে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন শুধুই মূল টুর্নামেন্ট শুরুর অপেক্ষা। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু ৫ জুন। প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ লিগে এরপর ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ। নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। প্র্যাক্টিসও শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার কাছে এটাই টি-টোয়েন্টিতে শেষ সুযোগ। শুধু তিনিই নন, বিরাট কোহলিরও এটিই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রাক্তন এবং বর্তমান ক্যাপ্টেনের উপর অনেক প্রত্যাশা। ক্যাপ্টেন্সি নিয়ে কী বলছেন হিটম্যান?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেন হিসেবে এশীয় স্তরেও ভারতকে ট্রফি দিয়েছেন। যদিও আইসিসি টুর্নামেন্টে তাঁর হাত ধরেও ট্রফি খরা কাটেনি। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হতাশা মিটবে, আশায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রোহিতের নেতৃত্বকে সকলেই প্রশংসায় ভরিয়ে দেন। কী তাঁর নেতৃত্বের মন্ত্র?

ভারতীয় ক্রিকেটের হিটম্যান তথা ক্যাপ্টেন রোহিত বলছেন, ‘ক্যাপ্টেন হিসেবে প্রধান চ্যালেঞ্জ ভিন্ন মানসিকতার প্লেয়ারদের সামলানো। প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। তাদের চাহিদাও ভিন্ন। ক্যাপ্টেন হিসেবে সবই গ্রহণ করতে হয়, সেই অনুযায়ী কাজ করতে হয়।’ রোহিত আরও যোগ করেন, ‘ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় দিক আমি যেটা শিখেছি, প্রত্যেকটা প্লেয়ারকে সমান নজরে দেখতে হবে। প্রত্যেককে একইরকম গুরুত্ব দিতে হবে।’

বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে রোহিত শর্মা আরও বলেন, ‘যখনই কেউ কোনও সমস্যা নিয়ে আসে, তার কথা কথা খুব ভালো ভাবে শোনা উচিত এবং তার সমাধান করা জরুরি। সেটা শুধু ক্যাপ্টেন হিসেবেই নয়, একজন ভালো প্লেয়ারকেও গড়ে তোলে।’

Next Article