মহারাজের জন্য প্রার্থনায় বিরাট, সচিনরা

Jan 02, 2021 | 6:08 PM

বিরাট কোহলি থেকে বীরেন্দ্র সেওয়াগ, বন্ধু থেকে ভক্ত, সবাই 'দাদা'র জন্য উৎকন্ঠায়। কী বলছেন ওঁরা?

মহারাজের জন্য প্রার্থনায় বিরাট, সচিনরা
মহারাজের জন্য উদ্বেগে সারা দেশ।

Follow Us

সৌরভ গাঙ্গুলির জন্য উদ্বেগ সারা দেশে। ক্রিকেটমহল থেকে বলিউড, এমনকি, বিদেশেও ছড়িয়ে পড়েছে সৌরভের অসুস্থতার খবর। সব মহলেই চলছে প্রার্থনা। তারই মধ্যে মহারাজের দাদা স্নেহাশিস গাঙ্গুলি জানিয়েছেন, আপাতত সুস্থ আছেন বোর্ড সভাপতি। যদিও বিরাট কোহলি থেকে বীরেন্দ্র সেওয়াগ, বন্ধু থেকে ভক্ত, সবাই ‘দাদা’র জন্য উৎকন্ঠায়। কী বলছেন ওঁরা?

ভারতীয় টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি টুইটে বলেছেন, “তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।”

 

সৌরভের অসুস্থতার খবর জানতে পারা মাত্র সচিনের টুইট, “এই মাত্র সৌরভের অসুস্থতা সম্পর্কে জানতে পারলাম। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।”

বীরেন্দ্র সেওয়াগ লেখেন, “দাদা, জলদি সে ঠিক হোনে কা। তোমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

সকালের ঘটনার পর সৌরভের পরিবারেও ঝড় বয়ে গিয়েছে। বাড়িতে ট্রেডমিলে হাঁটার সময় বুকে হঠাৎই ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। দাদা স্নেহাশিস এক বিবৃতিতে বলেছেন, ‘সৌরভ আপাতত স্থিতিশীল। চিকিৎসকরা ওঁকে পর্যবেক্ষণে রেখেছেন।’

ভারতীয় টিমের কোচ রবি শাস্ত্রী টুইট করেছেন, “সৌরভের দ্রুত আরোগ্য কামনা করছি। এই মুহূর্তে ওর পরিবার ও ভক্তদের জন্য আমার চিন্তা হচ্ছে। আশা করছি তাড়াতাড়ি ওকে দেখতে পাব।”

 

বিসিসিআইয়ের সচিব জয় শাহ টুইটে লেখেন, “সৌরভ গাঙ্গুলির দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। ওর পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। দাদার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় যথাযথ সাড়া দিচ্ছেন।”

 

শিখর ধাওয়ান লেখেন, “দাদা তোমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি”।

 

বঙ্গ উইকেটকিপার ঋদ্ধিমান সাহা লেখেন, “দাদির খবর শুনে অবাক হয়েছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

সৌরভ অসুস্থ, খবর ছড়াতেই সারা বাংলা জুড়ে চলছে প্রার্থনা। ‘দাদা’ সুস্থ হয়ে উঠুন, ভক্তদের একটাই আর্তি।

Next Article