টেস্ট ক্রিকেটে নটরাজনের সাফল্য নিয়ে সংশয় ওয়ার্নারের

sushovan mukherjee |

Jan 02, 2021 | 4:03 PM

নটরাজনের প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই ওয়ার্নারের, কিন্তু টেস্ট ক্রিকেটে এখনই তাঁর সাফল্য পাওয়া নিয়ে সন্দেহ আছে ।

টেস্ট ক্রিকেটে নটরাজনের সাফল্য নিয়ে সংশয় ওয়ার্নারের
আইপিএলের মঞ্চে ওয়ার্নার ও নটরাজন। ছবি সৌজন্যে - টুইটার (SRH)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – ডেভিড ওয়ার্নার (David warner) ও টি নটরাজন (T Natarajan)। আইপিএলে ডেভিড ওয়ার্নার ও তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের সাফল্য অনেকটাই নির্ভর ছিল নটরাজনের ওপর। তামিলনাড়ুর ডেথ বোলারের হাতে বল তুলে দিয়ে নিশ্চিন্ত থাকতেন ডেভিড। আইপিএলে সাফল্য নটরাজনকে ভারতীয় দলের জায়গা করে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন নটরাজন। উমেশ চোট পাওয়ায় এখন দেশের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তামিলনাড়ুর বোলার।

আরও পড়ুন – সিডনিতেও ওয়ার্নার ধোঁয়াশা

কিন্তু নটরাজন টেস্টে কতটা সফল হতে পারবেন, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ওয়ার্নার। অজি ব্যাটম্যানের মতে, টি-২০ ক্রিকেটে মোট চার ওভার বোলিং করতে হয়। সেখানে টেস্ট (test) ক্রিকেটের একটা স্পেল তার থেকে বেশি। একই লাইন-লেন্থে টানা বোলিং করে যাওয়া নটরাজনের পক্ষে কতটা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন তুলছেন অস্ট্রেলিয়ার ওপেনার।

আরও পড়ুন – অবসর সরিয়ে আরও দুটো বিশ্বকাপে চোখ গেইলের

নটরাজনের প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই ওয়ার্নারের। কিন্তু টেস্ট ক্রিকেটে এখনই তাঁর সাফল্য পাওয়া নিয়ে কিছুটা সন্দেহ আছে । উল্টে রনজি ট্রফিতে নটরাজনের পারফরম্যান্স কেমন, সেটা জানতে চেয়েছেন ভারতীয় সাংবাদিকদের কাছে। তাঁর হায়দরাবাদের সতীর্থ ভারতীয় টেস্ট দলে জায়গা করে নেওয়ায় খুশি সান রাইজার্স অধিনায়ক।

Next Article