TV9 বাংলা ডিজিটাল: সিডনি টেস্টে কি খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। মেলবোর্ন টেস্ট হারের পর সিডনি টেস্টে ওয়ার্নারকে পেতে মরিয়া অজি শিবিরও। তবে তৃতীয় টেস্টে খেলার জন্য আদৌ কি ১০০ শতাংশ ফিট ডেভিড ওয়ার্নার?
কুঁচকির চোটের জন্য প্রথম দুটো টেস্টে মাঠের বাইরে ছিলেন। সিডনি টেস্টে মাঠে নামতে পারবেন কিনা তা ঠিক করবেন ডেভিড ওয়ার্নার নিজেই। ট্রেনিং সেশনে কতটা ফিল্ডিং করতে পারছেন সেই বুঝেই সিডনিতে মাঠে নামার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। আজ এবং কাল দু’দিন ট্রেনিং সেশনে ফিল্ডিংয়ের উপর জোর দেবেন ওয়ার্নার। মাঠে সাধারণত স্লিপেই ফিল্ডিং করেন ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘আমি যদি মনে করি, আমি ঠিকমতো খেলতে পারছি, ফিল্ডিং করার সময় কোনও চোট লুকোতে হচ্ছে না, তাহলেই আমি সিডনি টেস্টে খেলার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে যাব।’
আরও পড়ুন:রাহানেদের ফাঁদে পড়েছে অস্ট্রেলিয়া, মানছেন স্মিথরা
এরই সঙ্গে ওয়ার্নার বলেন, ‘ব্যাটিং করার সময় রান নেওয়ার ক্ষেত্রে আমার কোনও অসুবিধা হবে না। এমনকি শট নেওয়ার ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না। তবে ফিল্ডিং করার সময় আমার ডান দিক-বাঁ দিকে ক্যাচ এলে আমি আদৌ ধরতে পারব কিনা তা এখনও নিশ্চিত নই।’ ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু তৃতীয় টেস্ট। ফিল্ডিংয়েই নিজের ফিটনেস যাচাই করে সিডনি টেস্টে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডেভিড ওয়ার্নার।