অবসর সরিয়ে আরও দুটো বিশ্বকাপে চোখ গেইলের

sushovan mukherjee |

Jan 01, 2021 | 5:28 PM

নতুন বছরে নতুন ভাবনা ক্রিস গেইলের। এখনই অবসর নয়, জানিয়ে দিলেন। লক্ষ্য আগামী দুটো টি-২০ বিশ্বকাপ খেলা। তাহলে অবসর, ৪৫-এর পর।

অবসর সরিয়ে আরও দুটো বিশ্বকাপে চোখ গেইলের
এই মুহূর্তে 'আলটিমেট ক্রিকেট চ্যালেঞ্জ' খেলতে ব্যস্ত গেইল। ছবি সৌজন্যে - টুইটার (আইসিসি)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – ৪১ বছরেও থেমে যাওয়ার ভাবনা নেই ক্রিস গেইলের (gayle)। বরং তিনি তাকাতে চাইছেন সামনে। এই বছর ভারতে, আগামী বছর অস্ট্রেলিয়ায় পর পর দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ (world cup)। যে দুটোতে খেলার পর নিজের অবসর নিয়ে ভাববেন গেইল।

আরও পড়ুন – রাহানেদের ফাঁদে পড়েছে অস্ট্রেলিয়া, মানছেন স্মিথরা

ক্যারিবিয়ান ক্রিকেটার ইদানীং শুধু টি-টোয়েন্টিই খেলেন। বিশ্বের নানা প্রান্তে কুড়ি-বিশের ক্রিকেটে অন্যতম বিনোদন তিনিই। আমিরশাহির আইপিএলে পাঞ্জাবের হয়ে পরের দিকে চমৎকার পারফর্ম করেছিলেন। তবু বলা হচ্ছিল, গেইল আর কত দিন বাইশ গজে থাকবেন।
নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে গেইল বলে দিয়েছেন, ‘এখনই অসর নিয়ে কোনও পরিকল্পনা নেই। আমি বিশ্বাস করি, আরও পাঁচটা বছর ক্রিকেট চালিয়ে যেতে পারব। সুতরাং ৪৫-এ পা দেওয়ার আগে অবসরের কোনও সম্ভাবনাই নেই।’

আরও পড়ুন – অবশেষে বাংলা দলে যোগ্য সম্মান পেলেন ‘ক্রাইসিস ম্যান’

এই মুহূর্তে ‘আলটিমেট ক্রিকেট চ্যালেঞ্জ’ খেলতে ব্যস্ত গেইল। যা আসলে একটা ইন্ডোর ক্রিকেট। যেখানে যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ইওন মর্গ্যান, আন্দ্রে রাসেল, রশিদ খানরাও খেলেছেন।
বয়স গেইলের কাছে বরাবরই একটা সংখ্যা ছাড়া আর কিছু নয়। বয়সকে নস্যাৎ করে চিরকাল দারুণ ভাবে ফিরে এসেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। গত বছরের আইপিএলেও সেটা প্রমাণ করেছেন তিনি। গেইলের কথায়, ‘একদমই তাই, বয়স আমার কাছে সংখ্যা ছাড়া আর কিছু নয়।’

Next Article