জয়পুরঃ একজনের দ্বিতীয় সন্তান জন্ম নেবে। অন্যজন অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন ক্রিকেট থেকে। দুই ইংল্যান্ড ক্রিকেটার জোস বাটলার ও বেন স্টোকস নেই আইপিএলের বাকি মরসুমে। অগত্যা নতুন দুজন ক্রিকেটারকে নিল রাজস্থান রয়্যালস। দুই ইংল্যান্ড ক্রিকেটারের বদলি হিসেবে দুজন ক্যারিবিয়ান ক্রিকেটারকে নিল রাজস্থান।
জস বাটলারের জায়গায় দলে এলেন এভিন লুইস। আর বেন স্টোকসের জায়গায় দলে ঢুকলেন পেসার ওসানে থমাস। টি২০ ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রানকারী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হলেন এভিন লুইস। টি২০ ক্রিকেটে ১৩১৮ রান করেছেন এভিন। যার মধ্যে রয়েছে ১০৩টি ওভারবাউন্ডারি। ক্রিস গেইল ছাড়া লুইসের থেকে কোনও ক্যারাবিয়ান ব্যাটসম্যান এত ওভারবাউন্ডারি মারেননি। ২০১৮-১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে ছিলেন এভিন লুইস। এবার প্রথমবার রাজস্থান রয়্যালসে।
তবে ওসানে থমাস দ্বিতীয় রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন। ২০১৯ সালে রাজস্থানের হয়ে ৪ ম্য়াচে ৫টি উইকেট পেয়েছিলেন থমাস। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে থমাসের গতি নজর কেড়েছে সবাইকে। ১৮০ কিমি প্রতি ঘন্টার গতিতে বল করা থমাসকে মনে করা হচ্ছে এই আইপিএলে রাজস্থানের অন্যতম বড় চমক। এর আগেই জোফ্রা আর্চারের বদলি হিসেবে নেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ্সকে। এবার জোড়া পরিবর্তন ঘটল রাজস্থান রয়্যালসে।
আগামি ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্যায়ের। প্রত্যেকেই এখন ঘর গুছিয়ে শেষ প্রস্তুতিতে ব্যস্ত। এবার শুরু মরুশহরে কুড়ি বিশের ক্রিকেট ঝড়ের।