Jasprit Bumrah: বুমরাকে ক্লান্ত করতেই সূচিতে কেরামতি! প্রাক্তনী ফাঁস করলেন অজিদের প্ল্যানিং

Nov 07, 2024 | 7:00 PM

Border Gavaskar Trophy 2024-25: পুরোপুরি ফিট নন বলে মহম্মদ সামি অজি সফরে যেতে পারছেন না। যে কারণে ভারতের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বুমরা।

Jasprit Bumrah: বুমরাকে ক্লান্ত করতেই সূচিতে কেরামতি! প্রাক্তনী ফাঁস করলেন অজিদের প্ল্যানিং
Jasprit Bumrah: বুমরাকে ক্লান্ত করতেই সূচিতে কেরামতি! প্রাক্তনী ফাঁস করলেন অজিদের প্ল্যানিং
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: অজি-ভূমে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যে বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) বড় ছাপ ফেলতে পারেন, তা ভালো মতোই জানে প্রতিপক্ষ শিবির। ঠিক যে কারণে ভারতের সুপারস্টার বোলারকে ক্লান্ত করতে সূচিতে কেরামতি করেছে অস্ট্রেলিয়া। এমনটাই মনে করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। অজি শিবির জানে, বুমরাকে একবার ক্লান্ত করে দিতে পারলে আখেরে প্যাট কামিন্সদের লাভ। সে কথাই ফুটে উঠেছে কিউয়ি প্রাক্তনী ডুলের কথায়।

জিও সিনেমাকে সাইমন ডুল অজিদের পরিকল্পনী প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়া খুব সুন্দরভাবে সূচিটা তৈরি করেছে। আসলে ওরা জানে ব্যাটাররা যতই গুরুত্বপূর্ণ হোক, জসপ্রীত বুমরা ওদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। যার ফলে প্রথম টেস্ট ম্যাচটাই রাখা হয়েছে পারথের মতো গরমে। এর পরেরটাই রয়েছে গোলাপি বল টেস্ট। অজিরা হয়তো ভেবেছে অত্যধিক গরমের পর অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলে বুমরা ক্লান্ত হয়ে পড়তে পারে। আর সত্যিই যদি তেমনটা হয়, তা হলে হয়তো এক-দু’টো ম্যাচে ওকে বিশ্রাম দেবে টিম ইন্ডিয়া। আর সেটারই সুযোগ নিতে চান কামিন্সরা। তৃতীয় টেস্ট ব্রিসবেনে। আর সেখানে পেসাররা সুবিধা পায়। যে কারণে অস্ট্রেলিয়া চাইছে প্রথম দু’টো টেস্টে ওভারের পর ওভার বল করে বুমরা ক্লান্ত হয়ে পড়ুন। এবং পরের টেস্টে অন্য কাউকে সুযোগ দিক ভারতীয় টিম। তাই আমার মতে অনেক পরিকল্পনা করে অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজের সূচিটা এমন তৈরি করেছে।’

পুরোপুরি ফিট নন বলে মহম্মদ সামি অজি সফরে যেতে পারছেন না। যে কারণে ভারতের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বুমরা। এর আগে অজি সফরে গিয়ে জসপ্রীত বুমরা ৭ ম্যাচে ২১.২৫ গড়ে ৩২টি উইকেট তুলে নিয়েছেন। ২০১৮-১৯ এর অজি সফরে বুমরা যুগ্ম সর্বাধিক উইকেটশিকারি বোলার হয়েছিলেন। সে বার তিনি নিয়েছিলেন ২১টি উইকেট।

Next Article