অভিষেক সেনগুপ্ত
আমেদাবাদ: বিশ্বকাপের সময়সূচী হাতে আসতেই একটি তারিখে লাল দাগ দিয়ে রেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। দিনটা ১৪ অক্টোবর। মহাযুদ্ধ বললে কম কিছু বলা হবে না এই দিনটিকে। কারণ এই দিনই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, বাবর আজমদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন রোহিত শর্মা ব্রিগেড। গোটা দেশ জুড়ে তাই উত্তেজনার পারদ তুঙ্গে। ইতিমধ্য়েই দেশের নানা প্রান্ত থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন ফ্যানেরা। টিকিটের হাহাকার চারিদিকে। কোথাও আবার রমরমিয়ে চলছে টিকিটের কালোবাজারি। এরই মাঝে ধরা পড়েছে এক অদ্ভুত চিত্র। ভারত-পাক ম্য়াচের জন্য হোটেলের ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ায় হাসপাতালে রাত কাটানোর হিড়িক বেড়েছে আমেদাবাদে। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কড়া নির্দেশিকা প্রকাশ করতে বাধ্য় হয়েছেন। কী এমন পরিস্থিতি যে হাসপাতালে থাকতে চান ফ্য়ানেরা? বিস্তারিত TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগের অন্য় নাম ভারত-পাকিস্তান ম্যাচ। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ। আর প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন কি আর ধরে রাখা যায় ক্রিকেটপ্রেমীদের? তাই হাসপাতালে রাত কাটাতেও এক পায়ে রাজি তাঁরা। ভারত-পাক ম্য়াচের জন্য আমেদাবাদের হোটেলের ভাড়া দ্বিগুণ নয়, বেড়েছে কয়েক গুণে। আকাশছোঁয়া দরে রাজি হলেই যে আপনি ঘর খালি পাবেন এমনটাও নয়। তাই অগত্যা একটা রাত কোনওভাবে কাটাতে হাসপাতালে থাকার ফন্দি এঁটে ফেলেছেন ফ্য়ানেরা। সাধারণ চেকআপ করানোর ছুতোয় কোনও ভাবে মাথা গোজার ঠাঁই টুকু পাওয়া গেলেই চলবে তাঁদের। তারপর সকাল হলেই দলে-দলে রওনা দেবেন মতেরার উদ্দেশে।
ভুয়ো চেকআপের নামে হাসপাতালে ভিড় করার খবর প্রকাশ্য়ে আসতেই নড়েচড়ে বসেছে আমেদাবাদের হাসপাতাল সংগঠনগুলি। রাতারাতি নির্দেশিকা জারি করা হয়েছে । সংগঠনের সভাপতি সাফ জানিয়েছেন, হাসপাতাল রোগীদের চিকিৎসার জন্য খোলা, বাকিদের জন্য় নয়। বিশ্বকাপের শুরুর দিকের ম্য়াচে বিনামূল্যে টিকিট বিলিয়েও মাছি মেরেছে গ্যালারি। প্রশ্ন উঠছিল তবে কি ওয়ান ডে ফরম্যাটে আগ্রহ হারাচ্ছে মানুষ? তবে ভারত-পাক ম্য়াচ নিয়ে ক্রিকেট প্রেমীদের এমন উন্মাদনা যেন সব আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছ।