Mohammed Siraj: মাহিরাকে ‘লাইক’ করেন, মহম্মদ সিরাজকে নিয়ে নতুন গুঞ্জন

Nov 27, 2024 | 10:55 PM

Mohammed Siraj-Mahira Sharma: পারথ টেস্টের মাঝেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকশন হয়েছে। আরসিবি এ বার সিরাজকে রিটেন করেনি। অকশনেও তাঁকে নিতে সেই অর্থে ঝাঁপায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১২.২৫ কোটি টাকায় সিরাজকে নিয়েছে গুজরাট টাইটান্স। জোর গুঞ্জন, নতুন সম্পর্কেও জড়িয়েছেন মহম্মদ সিরাজ!

Mohammed Siraj: মাহিরাকে লাইক করেন, মহম্মদ সিরাজকে নিয়ে নতুন গুঞ্জন
Image Credit source: INSTAGRAM

Follow Us

অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম। পারথ টেস্টে অনবদ্য পারফর্মও করেছে। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হওয়ার পর ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়। এই প্রত্যাবর্তন মূলত সম্ভব হয়েছে বোলারদের জন্যই। দুর্দান্ত পারফর্ম করেছে বোলিং আক্রমণ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১০৪ রানেই অলআউট করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি, যশস্বী ও বিরাট কোহলির সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় পেস আক্রমণের দাপট। ১-০ এগিয়ে গিয়েছে ভারত। বুমরার পাশাপাশি বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন মহম্মদ সিরাজও।

পারথ টেস্টের মাঝেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকশন হয়েছে। আরসিবি এ বার সিরাজকে রিটেন করেনি। অকশনেও তাঁকে নিতে সেই অর্থে ঝাঁপায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১২.২৫ কোটি টাকায় সিরাজকে নিয়েছে গুজরাট টাইটান্স। আরসিবি আবেগ সরিয়ে তাঁকে নতুন জার্সিতে খেলতে হবে। এরই মাঝে গুঞ্জন, নতুন সম্পর্কেও জড়িয়েছেন মহম্মদ সিরাজ!

এর আগে নিজের বাগদানের বিষয়ে জানিয়েছিলেন সিরাজ। যদিও বান্ধবীর নাম কিংবা পরিচয় প্রকাশ্যে আনেননি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘লাইক’ দেখে জল্পনা শুরু হয়েছে, বলিউড অভিনেত্রী যিনি বিগ বসের সৌজন্যে পরিচিত মাহিরা শর্মার সঙ্গে ‘ডেট’ করছেন! মাহিরার নানা পোস্টেই সিরাজের লাইক করা দেখে এই জল্পনা জোরালো হয়েছে। যদিও অনেকেই আবার বলছেন, কারও পোস্টে লাইক করা মানেই কি ডেট করা? এই দিকটাও যেমন ঠিক, তেমনই মাহিরার ব্রেক আপের পর নিয়মিত পোস্টে লাইক করার দিকটিও উড়িয়ে দেওয়া যায় না।

Next Article