Team India: সচিন, বিরাটের মতো… ভারতের কোন ক্রিকেটারকে তারকার আসনে বসিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 26, 2024 | 5:23 PM

IND vs AUS: আট-নয়ের দশকে বলা হত, ইংল্যান্ড মিডিয়া যদি প্রশংসা করে, তারকা হতে পারেন তিনি। খুঁতখুঁতে, চরম বিশ্লেষক, বারবার প্রশ্নের মুখে বসিয়ে দিত যে ইংলিশ মিডিয়া। এই শতাব্দীতে সেই কাজটা করেন অস্ট্রেলিয়ার প্রাক্তনরা।

Team India: সচিন, বিরাটের মতো... ভারতের কোন ক্রিকেটারকে তারকার আসনে বসিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল?
সচিন, বিরাটের মতো... ভারতের কোন ক্রিকেটারকে তারকার আসনে বসিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল?

Follow Us

কলকাতা: আট-নয়ের দশকে বলা হত, ইংল্যান্ড মিডিয়া যদি প্রশংসা করে, তারকা হতে পারেন তিনি। খুঁতখুঁতে, চরম বিশ্লেষক, বারবার প্রশ্নের মুখে বসিয়ে দিত যে ইংলিশ মিডিয়া। এই শতাব্দীতে সেই কাজটা করেন অস্ট্রেলিয়ার প্রাক্তনরা। আরও ভালো করে বললে, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল সহ প্রাক্তনদের মন ছুঁতে পারলেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেবে অজি মিডিয়া। সচিন তেন্ডুলকরের ক্ষেত্রে হয়েছে, বিরাট কোহলির ক্ষেত্রেও হয়েছে। এ বার সেটা হচ্ছে আরও এক ভারতীয়র ক্ষেত্রে। যাঁকে সচিন-বিরাটের পরবর্তী তারকাও ধরা শুরু হয়ে গিয়েছে। তিনি যশস্বী জয়সওয়াল। পারথে ১৬১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। বল হাতে যেমন বুমরা, ব্যাট হাতে তেমন যশস্বী পারথের দখল নিয়েছিলেন। এই তরুণের প্রশংসায় পঞ্চমুখ গ্রেগ চ্যাপেল।

ভারতের প্রাক্তন কোচ নিজের কলামে লিখেছেন, ‘ভারতের তরুণ ওপেনার যেন ভয়ডরহীন ক্রিকেটার। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি যেমনটা করেছে, ঠিক সেই পথে হেঁটেই শ্রেষ্ঠত্বের জায়গাটে পৌঁছতে চায়।’ গ্রেগ চ্যাপেলও খুব খুঁতখুঁতে। সমালোচনাই করতে ভালোবাসেন। সেই তিনিই যখন যশস্বীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, জানতে হবে যশস্বী তাঁর ব্যাটিং স্কিল শুধু নয়, মানসিকতা দিয়েও গ্রেগকে মুগ্ধ করেছেন। টেস্ট অভিষেক আগেই হয়েছিল। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকে উত্থান। অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন। সেই ধারা অস্ট্রেলিয়ার মাটিতেও বহাল রেখেছেন যশস্বী। একাধিক রেকর্ড করে চমকে দিচ্ছেন।

শুধু কি যশস্বী, গুরু গ্রেগের মন জয় করে নিয়েছেন বুমরাও। পারথে ক্যাপ্টেন্সির সঙ্গে তাল মিলিয়ে অবিশ্বাস বোলিং করেছেন। অনেকেই বুমরার অ্যাকশন নিয়ে অতীতে প্রশ্ন তুলেছেন। যা নিয়ে চ্যাপেল লিখেছেন, ‘বুমরার অ্যাকশন নিয়ে কথা বলাটা বন্ধ হোক। ওর অ্যাকশনটা একেবারে আলাদা। এবং একেবারে পরিচ্ছন্ন। যে কারণে বুমরা একজন চ্যাম্পিয়ন পারফরর্মার। ওই মাত্রায় এই কারণেই খেলাটাকে তুলে নিয়ে যেতে পারছে।’

Next Article