মধ্যরাতে কী চলছিল বিরাটের রেস্তোরাঁয়? তড়িঘড়ি FIR দায়ের

Jul 09, 2024 | 7:28 PM

Virat Kohli Restaurant: বেঙ্গালুরুতে গিয়ে অধিকাংশেরই লক্ষ্য থাকে একবার অন্তত এই রেস্তোরাঁয় পা রাখা। রেস্তোরাঁর নাম One8 Commune। যেখানে পাওয়া যায় বিভিন্ন স্বাদের কন্টিনেন্টাল খাবার। তালিকায় বিরাটের প্রিয় খাবার থেকে শুরু করে ডায়েটের কথা মাথায় রেখে বিশেষ পদ, থাকে সবই। তবে সেখানেই এবার এমন কী ঘটল....

মধ্যরাতে কী চলছিল বিরাটের রেস্তোরাঁয়? তড়িঘড়ি FIR দায়ের

Follow Us

বিরাট কোহলি। ক্রিকেট জগতের স্টার। তবে ব্যবসায় তাঁর ঝোঁক নেহাতই কম নয়। রয়েছে নিজের ব্র্যান্ড, রয়েছে একটি রেস্তোরাঁও। বেঙ্গালুরুতে গিয়ে অধিকাংশেরই লক্ষ্য থাকে একবার অন্তত এই রেস্তোরাঁয় পা রাখা। রেস্তোরাঁর নাম One8 Commune। যেখানে পাওয়া যায় বিভিন্ন স্বাদের কন্টিনেন্টাল খাবার। তালিকায় বিরাটের প্রিয় খাবার থেকে শুরু করে ডায়েটের কথা মাথায় রেখে বিশেষ পদ, থাকে সবই। তবে সেখানেই এবার এমন কী ঘটল, যাতে রাতারাতি পুলিশের খাতায় নাম তুলল রেস্তোরাঁ। সূত্রের খবর অনুযায়ী এম.জি রোডের ধারে অবস্থিত এই রেস্তোরাঁ নাকি নির্দিষ্ট সময় অতিক্রিম করে গ্রাহকদের পরিবেশন করেছে। বেঙ্গালুরুতে রাত একটা পর্যন্ত অনুমতি রয়েছে রেস্তোরাঁ খোলা রাখার। তবে বিরাটের রেস্তোরাঁ রাত ১.৩০ টা পর্যন্ত খোলা ছিল।

তবে কেবল বিরাটের রেস্তোরাঁ নয়, সেদিন শহরের বুকে বেনিয়ম করা অধিকাংশ রেস্তোরাঁই পুলিশের খাতায় নাম লেখায়। ৬ জুলাই রাতে পুলিশ শহরের বুকে টহল দেওয়ার সময় বেশ কয়েকটি রেস্তোরাঁয় হানা দেয়। রাত ১টা ২০ নাগাদ তিনি দেখেন বেশ কিছু রেস্তোরাঁ খোলা। প্রাথমিকভাবে NCR ফাইল করেন, পরবর্তীতে আদালতের অনুমতিতে FIR দায়ের করা হয়।
পুলিশের বিবৃতি অনুযায়ী, আমরা ৩ থেকে ৪টি পাবকে পেয়েছি, যাঁরা রাত দেড়টা নাগাত খোলা ছিল। জোরে গান বাজানোর অভিযোগ দায়ের হয়েছিল। পাব এখানে রাত একটা পর্যন্ত খোলার অনুমতি রয়েছে। তারপর নয়।

Next Article