Indian Cricket Team: আমেরিকা পাড়ি দিলেন রোহিতরা, প্রথম ব্যাচে আর কারা গেলেন?

May 26, 2024 | 3:05 AM

ICC MEN’S T20 WC 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে মাত্র একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রাথমিক ভাবে ওয়ার্ম আপ ম্যাচটি ফ্লোরিডায় করার পরিকল্পনা ছিল আইসিসি এবং অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোর্ডের অনুরোধেই নিউ ইয়র্কে ম্যাচ করার সিদ্ধান্ত হয়েছে। ১ জুন নাসাউ স্টেডিয়ামেই সেই ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও সেই ম্যাচে ভারতীয় দলের প্রস্তুতি কতটা হবে বলা কঠিন।

Indian Cricket Team: আমেরিকা পাড়ি দিলেন রোহিতরা, প্রথম ব্যাচে আর কারা গেলেন?
Image Credit source: PTI

Follow Us

মিশন বিশ্বকাপ। প্রথম ব্যাচ পাড়ি দিল মার্কিন যুক্তরাষ্ট্রে। আইপিএল ফাইনালের জন্যই অপেক্ষা ছিল। ২৫ এবং ২৬ মে রাতে দুই ব্যাচে ভারতীয় দলের আমেরিকা যাওয়ার কথা। প্রথম ব্যাচ রওনা হল। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় সহ অনেকেই প্রথম ব্যাচে রওনা হলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুম ভালো কাটেনি মুম্বই ইন্ডিয়ান্সের। প্লে-অফে জায়গা করে নিতে পারেনি তারা। একদিক থেকে বিশ্বকাপের কথা ভাবলে, তাতে ক্ষতি হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মতো চার গুরুত্বপূর্ণ ক্রিকেটার প্রথম ব্যাচেই আমেরিকা পাড়ি দিলেন।

প্লে-অফে যে চারটি দল জায়গা করে নিয়েছিল তারা হল-কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলে যাঁরা বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন তাঁদের দ্বিতীয় ব্যাচে যাওয়ার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। যদিও ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। নিউ ইয়র্কে নবনির্মিত নাসাউ স্টেডিয়ামে ৫ জুন ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। একই স্টেডিয়ামে ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মহারণ।

প্রথম ব্যাচে অধিনায়ক রোহিত ছাড়াও বুমরা, সূর্যকুমার যাদব, হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মুম্বই বিমানবন্দর থেকে রওনা দেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকা আরও প্লেয়ার যেমন-রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, খলিল আহমেদ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলও টিমের সঙ্গে রওনা রয়েছে। বিরাট কোহলি সহ আরও কয়েকজন যেমন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহালরা দ্বিতীয় ব্যাচে যাবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামার আগে মাত্র একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। প্রাথমিক ভাবে ওয়ার্ম আপ ম্যাচটি ফ্লোরিডায় করার পরিকল্পনা ছিল আইসিসি এবং অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোর্ডের অনুরোধেই নিউ ইয়র্কে ম্যাচ করার সিদ্ধান্ত হয়েছে। ১ জুন নাসাউ স্টেডিয়ামেই সেই ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও সেই ম্যাচে ভারতীয় দলের প্রস্তুতি কতটা হবে বলা কঠিন। সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। একটি প্রস্তুতি ম্যাচ খেললেও মূল প্র্যাক্টিস নেটেই সারতে হবে।

Next Article