India vs Sri Lanka: শ্রীলঙ্কায় প্রথমবার টি ২০ হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 27, 2022 | 6:14 PM

অনবদ্য একটা ইনিংস খেলেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৩৯ রান তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতল শ্রীলঙ্কা।

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় প্রথমবার টি ২০ হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের
শ্রীলঙ্কা অধিনায়কের বিধ্বংসী ব্যাটিং।
Image Credit source: TWITTER

Follow Us

 

ডাম্বুলা: ভারতের বিরুদ্ধে ক্লিন সুইপ আটকালো শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি ২০ সিরিজে ০-২ পিছিয়ে ছিল। শেষ ম্যাচে অনবদ্য জয়ে ওডিআই সিরিজের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিল শ্রীলঙ্কা। প্রথমবার শ্রীলঙ্কায় টি ২০ তে হার ভারতের। ২৮ জুলাই শুরু হবে কমনওয়েলথ গেমস। দীর্ঘ সময় পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। অংশ নেবে ভারতীয় মহিলা ক্রিকেট দলও। তার আগে এই সিরিজ প্রস্তুতির জায়গা ছিল। সিরিজ জিতলেও, ব্যাটে বলে পারফরম্যান্স আশানুরূপ নয়। টপ অর্ডার ভালো শুরু দিতে ব্যর্থ। তেমনই পাওয়ার হিটিংয়েও বিকল্পের অভাব। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই পারফরম্যান্স হলে জেতা কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি ২০ তেও ভারতীয় বোলিং হতাশ করলো। অনবদ্য একটা ইনিংস খেলেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু (Chamari Athapaththu)। ১৩৯ রান তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতল শ্রীলঙ্কা।

 

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। প্রথম ওভারেই আউট শেফালি বর্মা। স্মৃতি মান্ধানা-সাব্বিনেনি মেঘনা জুটি গড়ার চেষ্টা করেন। তিনটি ডট বলের চাপ সামলাতে না পেরে খারাপ শটে আউট মেঘনা। স্মৃতিও বড় শট খেলার চেষ্টায় আউট হন। স্মৃতি এবং মেঘনা ২২ রান করেন। স্ট্রাইকরেট যথাক্রমে ১০৪.৭৬ ও ৮৪.৬১। শেষদিকে অধিনায়ক হরমনপ্রীত কউর এবং জেমিমা রডরিগজ ৩৯ এবং ৩৩ রানের ইনিংস খেলেন। স্ট্রাইক ১১৮ এবং ১১০। ম্যাচ শেষে হেড কোচ রমেশ পওয়ার অবশ্য দাবি করলেন, পিচ মন্থর। সে কারণেই ব্যাটিংয়ে সমস্যা হয়েছে। একই পিচে শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু করলেন ১৬৭ স্ট্রাইকরেটে করলেন ম্যাচ জেতানো ৮০ রান। ভারতের কোচ রমেশ পওয়ার সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ভারতের বোলিং ভালো হয়েছে। দুটোই ভালো হলে সমস্যাটা ঠিক কোথায়, সেটা বোঝা গেল না। চামারি আতাপাত্তু মাত্র ৪৮ বলে অপরাজিত ৮০ রান করেন। বাউন্ডারি-ওভার বাউন্ডারির সংখ্যা ১৪-১। ভারতীয় ইনিংসে মোট বাউন্ডারি-ওভার বাউন্ডারির সংখ্যা ১৫-১।

 

হেড কোচ রমেশ পওয়ার বলছেন, ‘ব্যাটিংয়ে আমরা যেমন চেয়েছিলাম, হয়েছে। পিচ মন্থর ছিল। হরমনপ্রীত, স্মৃতি, শেফালিরা ভালো খেলেছে। তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। বোলিংয়ে প্রচুর বিকল্প রয়েছে।‘ এই ম্যাচে উইকেটকিপিং করেন যষ্টিকা ভাটিয়া। দলে রিচা থাকলেও বিকল্প বাড়ানোই লক্ষ্য বলে জানালেন রমেশ। তেমনই শেফালি বর্মার বোলিং করা অলরাউন্ডার বিকল্প বাড়ছে।

 

Next Article