Sourav Ganguly Birthday: দাদা’কে কেন ‘দাদি’ ডাক? সৌরভের ৫০তম জন্মদিনে ফাঁস সচিনের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 08, 2022 | 7:29 PM

যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো একঝাঁক ক্রিকেটার গড়ে উঠেছিলেন তাঁরই ছত্রছায়ায়। ৫০-তম জন্মদিনে যুবি, ভাজ্জিরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Sourav Ganguly Birthday: দাদাকে কেন দাদি ডাক? সৌরভের ৫০তম জন্মদিনে ফাঁস সচিনের

Follow Us

নয়াদিল্লি: শুভেচ্ছায় ভাসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫০তম জন্মদিনের অর্ধেক দিন পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দেওয়া এক অধিনায়ক। যাঁর ছত্রছায়ায় গড়ে উঠেছিল যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা। ৫০তম জন্মদিনে একসময়ের সতীর্থদের শুভেচ্ছা পেলেন ‘দাদি’। বিকেলের দিকে প্রিন্স অব ক্যালকাটা-কে বাংলায় শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন সচিন তেন্ডুলকর।

যুবরাজ সিং: প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং লেখেন, “হ্যাপি বার্থডে দাদা। দারুণ এক বন্ধু, প্রভাবশালী এক অধিনায়ক। তোমার মতো সিনিয়রের কাছে যেকোনও তরুণ তোমার কাছ থেকে শিখতে চাইবে। তোমার সুস্বাস্থ্য কামনা করি। এই বিশেষ দিনে তোমার ভালো কামনা করছি। অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।” পোস্টের সঙ্গে দিয়েছেন দুজনের চারটি ছবি।

মহম্মদ কইফ: দারুণ ব্যাটার থেকে অসাধারণ অধিনায়ক। এখন ভারতীয় ক্রিকেটকে সার্বিকভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমার প্রিয়তম ক্যাপ্টেন এবং মেন্টরকে জন্মদিনের শুভেচ্ছা। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের সেই বিখ্য়াত মুহূর্তগুলির ছবি দিয়েছেন কইফ।

চেতেশ্বর পূজারা: এক অসাধারণ অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। এই বিশেষ দিনে সুস্বাস্থ্য এবং আনন্দ কামনা করি। বছরটা দারুণ কাটুক তোমার।

হরভজন সিং: দারুণ প্লেয়ার, অসাধারণ অধিনায়ক, বিসিসিআই প্রেসিডেন্ট এবং আমার অধিনায়ক। দাদা তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেক ভালোবাসা। বছর ভালো কাটুক।

 

সচিন তেন্ডুলকর: ভিডিও বার্তার শুরুতেই বাংলায় বললেন, “হ্যাপি বার্থডে দাদি। কেমন আছো। ভালো আছো?” এরপর বলেন, “সবাই ভাবেন দাদা-কে দাদি কেন বলি। ১৩ বছর বয়সে ইন্দোরে একটি ক্যাম্পে আমাদের দেখা হয়েছিল। তখন থেকে দাদা’কে দাদি বলে ডাকি। ৫০ বছরে পড়লে। কেমন অনুভূতি হচ্ছে? আমিও আসছি তোমার পিছন পিছন। তোমাকে ও তোমার সুন্দর পরিবারকে শুভেচ্ছা জানাই।”

Next Article